Female lawmaker kicked by male colleagues: সংসদেই অন্ত্বঃসত্ত্বা সদস্যকে থাপ্পড়-লাথি, ৬ মাসের জেল ২ সাংসদের, রইল ভিডিয়ো

সংসদের মধ্যেই অন্ত্বঃসত্ত্বা সাংসদকে থাপ্পড় ও লাথি মেরেছিলেন। সেজন্য সেনেগালের দুই পুরুষ সাংসদকে ছয় মাসের কারাদণ্ড হল। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ভিডিয়োয় দুই সাংসদের কীর্তি স্পষ্ট ধরা পড়লেও তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন।

গত মাসে সোশ্যাল মিডিয়ায় সেনেগালের সংসদের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ওই ভিডিয়োয় সংসদের মধ্যেই মারপিট হতে দেখা গিয়েছিল। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল, মহিলা সাংসদকে এসে থাপ্পড় মারছেন এক পুরুষ সাংসদ। সেইসময় আরও কয়েকজন এগিয়ে আসেন। তাঁরা ওই পুরুষ সাংসদকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারইমধ্যে চেয়ার তুলে মারতে যান মহিলা সাংসদ। সেইসময় পাশ থেকে মহিলা সংসদের পেটে লাথি মারেন অপর এক পুরুষ সাংসদ। তারপরও হাতাহাতি চলতে থাকে। মহিলা সাংসদ তেড়ে যান। ওই দুই পুরুষ সাংসদও তেড়ে আসেন। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সেই ঘটনার প্রেক্ষিতে পুরুষ সাংসদ মামাদু নিয়াং এবং মাসাতা সাম্বের বিরুদ্ধে অভিযোগ করেন মহিলা সাংসদ অ্যামি দিয়ায়ে। মহিলা সাংসদের আইনজীবীরা দাবি করেন, ওই ঘটনার সময় ছয় মাসের অন্ত্বঃসত্ত্বা ছিলেন অ্যামি। পেটে লাথি মারার পর অ্যামি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি করেন অ্যামির আইনজীবীরা। তাঁরা জানান, অ্যামিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ‘এখনও অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন অ্যামি।’

অ্যামিকে লাথি এবং থাপ্পড় মারার জন্য ওই দুই পুরুষ সাংসদের দু’বছরের কারাদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন মহিলা সাংসদের আইনজীবীরা। তবে তাঁদের ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেইসঙ্গে তাঁদের ১৬০ ডলার জরিমানা করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দু’জনকে আরও ৮,১০০ ডলার দিতে হবে।

আরও পড়ুন: Minors Murder Engineering Student: তুচ্ছ বিষয়ে বচসা, বছর ২২-এর ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গলায় ছুরি মেরে খুন ৬ নাবালকের

যদিও নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন ওই দুই পুরুষ সাংসদ। ভিডিয়ো ভাইরাল হলেও তাঁরা দাবি করেছিলেন যে কোনওরকম বলপ্রয়োগ করেননি। দুই সাংসদের আইনজীবীরা সওয়াল করেছিলেন যে আইনপ্রণেতা হওয়ার কারণে তাঁদের যেন শাস্তি না দেওয়া হয়। সেই আর্জি অবশ্য খারিজ করে দিয়েছে আদালত এবং দু’জনকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।