IND Vs SL 2nd T20: Star Indian Cricketer Sanju Samson In Doubt With Injury Scare


মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL 1st T20) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল (Team India)। কাল, বৃহস্পতিবারই (৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে গোটা টি-টোয়েন্টি সিরিজেই আর মাঠে নামতে পারবেন না ভারতের তারকা কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)।

শোনা যাচ্ছিল ভারতীয় দলের সঙ্গে সঞ্জু স্যামসন পুণেতে যাননি, তিনি মুম্বইতেই রয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ঝাঁপ দিয়ে পাথুম নিসাঙ্কার ক্যাচ ধরতে যান স্যামসন। এই ক্যাচের প্রয়াসেই তাঁর হাঁটুতে চোট লাগে। যদিও ম্যাচে এই ঘটনা ঘটার পরেও সঞ্জু মাঠে ছিলেন বটে, তবে তাঁকে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের উপদেশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চোটের কারণেই তাঁর আর টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। সদ্যই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে স্যামসনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়।

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়, ‘স্যামসন ওয়াংখেড়েতে ভারত শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাউন্ডারির কাছে এক বল ধরতে গিয়ে বাঁ-হাঁটুতে চোট পান। এর ফলেই সঞ্জু স্যামসন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন। সঞ্জুকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরেই এক বিশেষজ্ঞ তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেন।’ ভারতীয় নির্বাচক কমিটি সঞ্জুর বদলে জীতেশ শর্মাকে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে সুযোগ দিয়েছে।

 

পুণেতেই ফয়সালা?

বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের। আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।

একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে। আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে।

উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না। যশপ্রীত বুমরাও প্রত্যাবর্তনের অপেক্ষায়। নিজের জায়গা ধরে রাখতে হলে তাই পারফর্ম করতেই হবে হর্ষলকে। চোট পেয়ে সম্ভবত এই ম্যাচের বাইরে সঞ্জু স্যামসন। পুরো দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলেও সূত্রের খবর, মুম্বইয়েই রয়ে গিয়েছেন স্যামসন।

পুণেতে অবশ্য শ্রীলঙ্কার রেকর্ড ভাল। এখানে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারানোর নজিরও রয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে অল্পের জন্য লক্ষ্যপূরণ হয়নি। সিরিজে সমতা ফেরাতে তাই মরিয়া থাকবে দাসুন শনাকারা।

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা