IND Vs SL, 2nd T20: Sri Lanka Won Match By 16 Runs Against India Series Level MCA Stadium


পুণে: ওয়াংখেড়ের পর এমসিএ স্টেডিয়াম। মুম্বইয়ের পর পুণে। ফের ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতি। মুম্বইয়ে সিরিজের প্রথম ম্য়াচ মাত্র ২ রানে জিতেছিল ভারত। বৃহস্পতিবার পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে লড়াই করেও ১৬ রানে হার ভারতের। সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ২০৬/৬ স্কোর তাড়া করতে নেমে ৯.১ ওভারে ভারতের রান ছিল ৫৭/৫। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, হার্দিক পাণ্ড্য ও আগের ম্য়াচের নায়ক দীপক হুডা। সকলে ধরেই নিয়েছিলেন যে, একপেশেভাবে ম্যাচ হারবে ভারত। তবে অন্যরকম ভেবেছিলেন অক্ষর পটেল ও সূর্যকুমার যাদব। সূর্য আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত ওভারের ফর্ম্যাটে সাড়া জাগানো নাম। উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁর নামকরণই হয়ে গিয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। ৩৬ বলে ৫১ রান করলেন এদিন।

তবে তাঁর চেয়েও বিধ্বংসী মেজাজে ছিলেন অক্ষর পটেল। ৩১ বলে ৬৫ রান করে তিনি ভারতকে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন। সূর্যকুমার আউট হওয়ার পরে শিবম মাভিও। ১৫ বলে ২৬ রান করেন তিনি। তবে শেষরক্ষা করতে ব্যর্থ ভারত। ১৯০/৮ স্কোরে আটকে গেল ভারত। ১৬ রানে ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখল এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই সিদ্ধান্ত কিছুটা ব্যুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। আজ পর্যন্ত দুশো বা তার বেশি রান তুলে কোনও টি-টোয়েন্টি ম্যাচ হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড এদিনও অক্ষুণ্ণ রইল।

আগের ম্যাচের অন্যতম নায়ক শিবম মাভি বল হাতে ছাপ ফেলতে পারেননি। ওয়াংখেড়েতে মাত্র ২২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্য়াটিংকে ছিন্নভিন্ন করে দিয়েছিলেন মাভি। কিন্তু বৃহস্পতিবার পুণেতে তাঁকেও রেয়াত করেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ৪ ওভারে ৫৩ রান খরচ করেন মাভি।

ভারতের বোলাররা শুরুটা খারাপ করেননি। প্রথম ওভারে বল করতে এসে মাত্র ২ রান দিয়েছিলেন হার্দিক। তবে পরের ওভারেই ১৯ রান খরচ করেন অর্শদীপ সিংহ। হর্ষল পটেলের পরিবর্তে যাঁকে এদিন খেলায় ভারতীয় দল। সেই থেকে শ্রীলঙ্কার ইনিংস থার্ড গিয়ারে চলতে শুরু করে। ৩১ বলে ৫২ রান করেন মেন্ডিস। ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন চরিথ আসালঙ্কা। ৬ নম্বরে নেমে ২২ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন শনাকা।

ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র অক্ষর পটেল ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে নজর কাড়েন। ব্যাট হাতেও লড়াই করলেন। তবে দলকে জেতাতে পারলেন না।

আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর