India Vs Sri Lanka 2nd T20: Hardik Pandya Says Power Play And No Balls Hurt Them


পুণে: ভারতীয় সমর্থকেরা মাঠে ভিড় জমিয়েছিলেন প্রিয় দলের ম্যাচ ও সিরিজ জয় দেখবেন, সেই আশায়। আশা পূরণ তো হলই না, উল্টে সিরিজ হাতছাড়াও হতে পারে, এরকম আশঙ্কাও তৈরি হয়ে রইল।

পুণেতে শ্রীলঙ্কার (Ind vs SL) কাছে ১৬ রানে পরাজয়ের পর হারের কারণ অনুসন্ধানে বসে পড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। যাঁর কাঁধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে। ম্যাচের পর হার্দিক বলেছেন, ‘বোলিং ও ব্যাটিং, দুইয়েই পাওয়ার প্লে ভুগিয়েছে আমাদের।’

শ্রীলঙ্কা ব্যাট করার সময় পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তোলে। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে পারে শ্রীলঙ্কা। শেষে দুশো পেরিয়ে যায় দাসুন শনাকাদের স্কোর। পরে ভারত ব্যাট করার সময় ভারত পাওয়ার প্লে-তে ৩৯/৪ হয়ে যায়। তখনই ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেকে।

হার্দিক আরও বলেছেন, ‘আমরা প্রাথমিক ব্যাপারগুলো ভুল করেছি। যেটা এই পর্বে চলে না। প্রাথমিক ব্য়াপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত। একটা দিন খারাপ যেতে পারে। কিন্তু তাই বলে প্রাথমিক ব্যাপারগুলোয় ভুল কেন হবে। এই ধরনের পরিস্থিতিতে এগুলো খুব কঠিন হয়ে দাঁড়ায়।’

 


ম্যাচে মোট ৭টি নো বল করেন ভারতীয় বোলাররা। তার মধ্যে অর্শদীপ সিংহ একাই করেন ৫টি নো বল। হার্দিক যা কিছুতেই মেনে নিতে পারছেন না। বলছেন, ‘আগেও ও নো বল করেছে। দোষারোপ করছি না, তবে নো বল করাটা অপরাধ।’ তবে সূর্যকুমারের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত হার্দিক। বলেছেন, ‘চার নম্বরে সূর্যর সময় দারুণ কাটছে। দলে যারাই আসছে, তারা স্বস্তি পায় এরকম ভূমিকা দেওয়া হয়।’

আরও পড়ুন: ফলো অন এড়াল উত্তরাখণ্ড, তিনশোর লক্ষ্য দিয়ে জয়ের জন্য ঝাঁপানোর অঙ্ক লক্ষ্মীর