Players Like Virat Kohli, Rohit Sharma Will Play Vital Role In ODI World Cup, Says Gautam Gambhir


মুম্বই: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। হাতে আর ৯ মাস মতো সময়। তার আগে টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি কেমন হবে?

‘প্রথমত, ভয়ডরহীনভাবে খেলে, এরকম ক্রিকেটার খুঁজে বার করতে হবে,’ বলছেন গৌতম গম্ভীর। দেশের মাটিতে শেষ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে গম্ভীর বলেছেন, ‘পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে সব ধরনের ক্রিকেটার প্রয়োজন। এরকম অনেক ক্রিকেটার আছে যারা ইনিংস গড়তে পারে। খেলাটাও আগের চেয়ে বদলে গিয়েছে। আগে একটাই নতুন বলে খেলা হতো। এখন দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করা হয়। পাঁচজন ফিল্ডার ৩০ গজের বৃত্তের মধ্যে থাকে। এখন আর রিভার্স স্যুইং হয় না। কেউ আছে আছে যারা সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তবে সবাই সেটা পারে না। কেন এরকম ক্রিকেটারের পিছনে দৌড়ব।’

গম্ভীর যোগ করেছেন, ‘একইরকম মানসিকতার ক্রিকেটার নিয়ে দল গঠন করা উচিত নয়। আমার মনে হয় বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো প্লেয়ার, যারা ইনিংস গড়তে পারে আর স্পিন বোলিংয়ের বিরুদ্ধে শক্তিশালী, তারা বিশ্বকাপে বিরাট ভূমিকা নেবে। ‘

দলে অর্শদীপ?

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নাটকীয় পরিস্থিতিতে জিতেছে ভারত (Ind vs SL)। ওয়াংখেড়েতে প্রথম থেকে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মাত্র ২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে ভারত। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের।

আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।

একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে।

আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে। উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা