Swiggy Delivery Agent Dragged Under Car: সুলতানপুরীর পর নয়ডা, সুইগির ডেলিভারি এজেন্টকে ১ কিমি ছেঁছড়ে নিয়ে গেল গাড়ি!

বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই আবহে আরও একটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে এল সম্প্রতি। সুলতানপুরীর অঞ্জলি সিং যেবাবে মারা গিয়েছিলেন, প্রায় একই ভাবে গত ১ জানুয়ারি প্রাণ হারান ফুড ডেলিভারি অ্যাপে কর্মরত এক কর্মী। ঘটনাটি ঘটেছে নয়ডাতে। জানা গিয়েছে, ডেলিভারি এক্সিকিউটিভের বাইকে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। এরপর সেই যুবককে নিয়েই প্রায় ১ কিলোমিটার ছেঁছড়াতে ছেঁছড়াতে এগিয়ে যায় গাড়িটি। দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১৪-এ। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ওই যুবকের নাম কৌশল। তিনি সুইগিতে ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করতেন। এর আগে দিল্লির সুলতানপুরী অঞ্জলি সিং নামক এক যুবতীর স্কুটিতে ধাক্কা মেরে টেনে নিয়ে গিয়েছিল একটি বলেরো গাড়ি।

জানা গিয়েছে, কৌশলের বাইককে পিছন থেকে এসে ধাক্কা মেরেছিল ঘাতক গাড়িটি। এরপর কৌশল গাড়ির চাকায় আটকে যান। সেভাবেই বেশ কিছুটা পথ এগিয়ে যায় ঘাতক গাড়িটি। পরে চালক দেখতে পান যে চাকায় আটকে গিয়েছেন কৌশল। তখন সেখানেই কৌশলকে ফেলে রেখে পালায় গাড়িটি। পরে রাত ১টা নাগাদ ভাই কৌশলের খোঁজ নিতে ফোন করেছিলেন দাদা অমিত। সেই সময় রাস্তার একজন ফোনটি ধরে দুর্ঘটনার বিষয়ে জানান অমিতকে। ঘটনাস্থলে পৌঁছন অমিত। তিনিই পুলিশে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেক্টর ১৪-এর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীতে একটি স্কুটারকে ধাক্কা মেরেছিল একটি গাড়ি। এরপর স্কুটার আরোহী তরুণীর পা আটকে গিয়েছিল গাড়ির নীচে। সেই অবস্থাতেই তরুণীকে কয়েক কিলোমিটার রাস্তা ছেঁছড়ে নিয়ে যায় গাড়িটি। ইতিমধ্যেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল অভিযুক্ত। দুর্ঘটনা ঘটনানো গাড়িটি মারুতি সুজুকি বলেনো। জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের মধ্যে একজন ক্রেডিট কার্ড এজেন্ট, একজন গাড়ির চালক এবং এক রেশন দোকানের মালিক রয়েছে। কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে অভিযুক্তদের দাবি, একটি স্কুটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তারা নাকি বুঝতে পারেনি যে তাদের গাড়ির নীচে তরুণীর দেহ আটকে গিয়েছে।