নাম ভালো করতে Wikipedia-য় ‘অনুপ্রবেশ’ সৌদির, ৩২ বছরের জেল অ্যাডমিনকে: রিপোর্ট

উইকিপিডিয়ার স্বাধীনতাতেও হস্তক্ষেপ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার এমনই দাবি করলেন মানবাধিকার কর্মীদের একাংশ। ওয়েবসাইটের কনটেন্টে নিয়ন্ত্রণ পেতে উইকিপিডিয়ার দুই অ্যাডমিনকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে এক সাম্প্রতিক রিপোর্টে। উল্লেখ্য, সম্প্রতি ‘গুপ্তচরবৃত্তি’ করার অভিযোগে এক টুইটার কর্মীকেও কারাগারে পাঠিয়েছে সৌদি আরব।

উইকিমিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, এক অ্যাডমিনকে ৩২ বছরের দীর্ঘ কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। অপরজনকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও পড়ুন: জর্জিনাকে নিয়ে আরব দেশের আইন ভাঙলেন রোনাল্ডো, সৌদিতে কি জেলে যাবেন রোনাল্ডো?

এএফপি-র রিপোর্টে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (DAWN) এবং বৈরুতের SMEX এক যৌথ বিবৃতিতে এই দাবি করেছে। তারা বলেছে, ‘উইকিমিডিয়ার তদন্তে উঠে এসেছে যে, সৌদি আরবের সরকার এই অঞ্চলে উইকিপিডিয়ার টিম-এর সর্বোচ্চ স্তরেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’

দুই সংগঠন আরও উল্লেখ করেছে যে, ‘এই দুই নামী স্বেচ্ছাসেবী অ্যাডমিন উইকিপিডিয়ায় বিশেষ অ্যাক্সেস পেতেন। তাঁদের সম্পূর্ণ সুরক্ষিত পেজগুলি এডিট করার সম্পূর্ণ অধিকার ছিল। তাঁদের ২০২০ সালের সেপ্টেম্বরে একই দিনে গ্রেফতার করা হয়। তারপর থেকে ওঁরা কারাগারেই বন্দী রয়েছেন।’

গণতন্ত্রের প্রচারকারী স্বেচ্ছাসেবী সংস্থা DAWN-এর প্রতিষ্ঠাতা ছিলেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। এর সদর দফতর ওয়াশিংটনে। অন্যদিকে SMEX আরব দেশগুলিতে ডিজিটাল ক্ষেত্রে মানবাধিকার নিয়ে প্রচার চালায়।

DAWN-এর গবেষণার প্রধান আবদুল্লাহ আলাউদ বলেন, ‘একদিকে ওসামা খালিদ এবং জিয়াদ আল-সোফিয়ানির গ্রেফতার, অন্যদিকে উইকিপিডিয়ায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা। সৌদি সরকার যে কী ভয়ঙ্করভাবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়, এটি তারই প্রমাণ দেয়।’ আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখন অতীত! বিপুল অঙ্কে সৌদির ক্লাবে সিআরসেভেন- রিপোর্ট

গত মাস এক তদন্ত রিপোর্টে উইকিমিডিয়া জানায়, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে প্রায় ১৬ জন ইউজারকে ব্যান করা হয়েছে। এরা সকলে বিকৃতভাবে উইকিপিডিয়ার পেজ এডিট করছিল। তদন্তে জানা গিয়েছে যে, এই ব্যবহারকারীদের অনেকের সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক যোগসূত্র ছিল। ফলে সেই দলের স্বার্থ মাথায় রেখেই ইচ্ছা মতো উইকিপিডিয়ার পেড মডিফাই করা হচ্ছিল।