লিট ফেস্টে বৈশ্বিক রাজনীতির প্রভাব নিয়ে পর্যালোচনা

বর্তমান বিশ্বব্যবস্থায় চীন এবং রাশিয়া কতটা প্রভাব রাখছে, তারা আরও স্বৈরাচারী উপায়ে প্রভাব ফেলবে কিনা– এমন জটিল আন্তর্জাতিক সম্পর্কসহ নানা বিষয়ে পর্যালোচনা হয়েছে ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে। একই আলোচনায় উঠে এসেছে, যুদ্ধের প্রভাবে কূটনৈতিক সম্পর্ক ও মন্দাসহ জ্বালানি সংকট কীভাবে বিশ্বব্যবস্থাকে নতুন এক পরীক্ষায় ফেলছে। 

বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকালে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন– সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমেরিটাস অধ্যাপক উইন্সটন ই ল্যাংলি, সাংবাদিক ডমিনিক জিগলার।

‘পাওয়া প্লে’ শিরোনামে এই আলোচনায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ প্রভাবশালী দেশগুলোর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজেদের মত তুলে ধরেন বক্তারা।

আলোচিত বই ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ’র লেখক উইন্সটন ই ল্যাংলি সেমিনারে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের নানা মেরুকরণ তুলে ধরেন। উইন্সটন ল্যাংলি ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং ম্যাককরম্যাক গ্র্যাজুয়েট স্কুল ফর পলিসি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের সিনিয়র ফেলো। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন।

উইন্সটন ল্যাংলি বলেন, ‘অনেক কেস স্ট্যাডি রয়েছে ঐতিহাসিক সংঘাত এবং যুদ্ধ নিয়ে। আমেরিকা ও চীনের বর্তমান সম্পর্ক ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপরও প্রভাব বিস্তার করছে। সম্ভবত বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক।’

আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন উইন্সটন ল্যাংলি। তিনি বলেন, ‘বিশ্ব আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। ছোট দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতিতে প্রভাব পড়ছে।’

আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশের চ্যালেঞ্জ প্রসঙ্গে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের নানা ধরনের সংকট আছে। এক মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থা করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমরাও নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এসব কিছুর প্রভাবও আমাদের ওপর পড়ছে। যেমন, সারা বিশ্বের মতো বাংলাদেশও জালানি সংকটে।’

বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী বলে জানান কাজী নাবিল আহমেদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বাংলাদেশে জোরালা ভূমিকা রাখছে বলেও মত দেন তিনি।

চীন ও এশিয়া নিয়ে লেখালেখি করেন সাংবাদিক ডমিনিক জিগলার। তিনি দ্য ইকোনমিস্টের জন্য এশিয়া বিষয়ক সাপ্তাহিক ‘ব্যানিয়ান’ কলাম লেখেন, একই সঙ্গে তিনি সিঙ্গাপুর অফিসের ব্যুরো প্রধান। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো দুটি পরাশক্তির ফাঁদে আটকে আছে। চীন নিজেকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে রাখতে চায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রভাব রয়েছে।’

দীর্ঘ প্রতীক্ষার পর ৫ জানুয়ারি শুরু হয় দেশি-বিদেশি কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট ২০২৩। এটি ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল এই উৎসব।

চার দিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০-এরও বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। পাশাপাশি চার দিনব্যাপী এই আয়োজনে শুধু বড়দের জন্যই না, থাকছে শিশুদের জন্যও নানা আয়োজন। শিশুদের বিজ্ঞান চর্চা, বিনোদন, জ্ঞান চর্চার কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঢাকা লিট ফেস্টের অনুষ্ঠানগুলো।