হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রোডমার্চ আজ

২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ বিভিন্ন দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এসব দাবিতে আজ শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকা অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করছে দলটি।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে দুই দিনব্যাপী এই কর্মসূচি শুক্রবার দুপুর ২টায় উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই কর্মসূচিতে অংশ নিতে সর্বস্তরের কর্মী-সর্মথকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রামসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোড মার্চ শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং শনিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার শাহবাগ চত্বরে জমায়েত হয়ে পদযাত্রাসহ প্রধানমন্ত্রী বরাবর তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেবে। এতে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদীবাসী জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায় ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হবে।

রোড মার্চের দাবিগুলোর মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ইত্যাদি উল্লেখযোগ্য।

রোডমার্চ কর্মসূচি শুরুর আগে শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নিমচন্দ্র ভৌমিক এবং প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

এছাড়া অতিথি থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ড. জিনবোধি ভিক্ষু, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়। সংগঠনের নগর শাখার সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।