Mamata-Abhishek: আবার মেঘালয় সফরে মমতা–অভিষেক, কবে মেঘের রাজ্যে যাচ্ছেন নেতা–নেত্রী?

চলতি বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই মেঘের রাজ্যকেই এখন পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। ২০২২ সালের শেষে সেখানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নতুন বছরে (‌২০২৩)‌ আবার মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেঘালয় সফরে যাবেন বলে সূত্রের খবর।

কবে মেঘালয় সফরে মমতা–অভিষেক?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৭ জানুয়ারি দু’‌দিনের মেঘালয় সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোরও। তবে সেটাতে এখনও সিলমোহর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের ডিসেম্বর মাসে শিলংয়ে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তিনি গারো পাহাড় এলাকায় জনসভা করবেন বলে সূত্রের খবর। এখানের বিধানসভা নির্বাচনের আগে গারো, খাসি–সহ মেঘালয়ের উপজাতিদের বার্তা দিতে চান তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসেই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। তাই সেখানে সংগঠন মজবুত। আর একটু খাটলে সরকারে চলে আসবে তৃণমূল কংগ্রেস বলে মনে করছেন নেতৃত্ব। তাই এখানে নতুন বছরে পা রেখে সভা– সমাবেশ করার কথা তাঁদের। মেঘালয়ের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চান বলে আগেই প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো মেঘালয়েও মহিলাদের হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এবার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনের অবস্থা দেখে নিতে আরও একবার মেঘালয় পাড়ি দিচ্ছেন তাঁরা।

আর কী জানা যাচ্ছে?‌ আগেই জানুয়ারি মাসে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি মেঘালয় যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতিশ্রুতি তিনি দেন যখন মেঘালয় তৃণমূল কংগ্রেসের সভাপতি চার্লস পাইনগ্রোপ এবং দলের নেতা মুকুল সাংমা দলনেত্রীকে জানুয়ারি মাসে ফের আসার অনুরোধ করেন। তাই গঙ্গাসাগর মেলার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে সূত্রের খবর।‌