Rishabh Pant Health Update: Bad News After 1st Observation In Mumbai Hospital, Know In Details


মুম্বই: কেমন আছেন ঋষভ পন্থ (Rishabh Pant)?

গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর থেকে ভারতীয় দলের উইকেটকিপারকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল। দেহরাদূনের হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।

তবে ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালি এখনও বেশ ফুলে রয়েছে। যে কারণে এখনও তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি। তবে চোট পাওয়া দু’জায়গাতেই অস্ত্রোপচার করা হতে পারে।

পন্থের মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে?

চিকিৎসকরা বলছেন, ৮ থেকে ৯ মাস সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আইপিএল তো বটেই, এমনকী, তার পরে এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না পন্থ।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। গোটা দেশের ক্রীড়াপ্রেমী মানুষ এমনকী দেশের বাইরেও ঋষভের অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। সেই তালিকায় অবশ্যই রয়েছেন বলি ডিভা উর্বশী রাউতেলাও। ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। অতীতে বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল। পন্থের দুর্ঘটনার পরে উর্বশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। এবার পন্থের আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ করলেন উর্বশীর মা মীরাও। পন্থকে দেখতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে চলে গেলেন উর্বশী? না তেমন কোনও ছবি প্রকাশ্যে না এলেও উর্বশীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস তেমনই জানান দিচ্ছেন। 

উর্বশীর মায়ের পোস্ট

মীরা রাউতেলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ার জল্পনা একদিকে এবং আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের মুখ উজ্জ্বল করার কৃতিত্ব অন্যদিকে। সিদ্ধবালিবাবা যেন দ্রুত তোমায় সুস্থ করে তোলে। আপনারাও সকলে ঋষভ পন্থের জন্য প্রার্থনা করুন।’ মুহূর্তের মধ্যেই উর্বশীর মায়ের পোস্ট ভাইরাল হয়ে যায়। মীরা রাউতেলার ফলোয়াররা তাঁর পোস্টে উর্বশীকে ট্যাগ করেও একাধিক কমেন্ট করেন। প্রসঙ্গত, পন্থের দুর্ঘটনার পর উর্বশী পোস্ট করলেও, পন্থকে নিয়ে সরাসরি তিনি কোনওরকম মন্তব্য করেননি। তবে উর্বশীর মায়ের এই পোস্টে জল্পনা আরও বাড়ল।

 

আরও পড়ুন: ABP Exclusive: ভারতীয় দলের ‘ভূত’ তাড়া করল বাংলাকেও, এই ড্র জয়ের সমান, বলছেন আত্মবিশ্বাসী মনোজ