Steve Smith Slams 30th Test Century To Surpass Don Bradman


সিডনি: ডন ব্র্যাডম্য়ানকে (Don Bradman) টপকে গেলেন স্টিভ স্মিথ (Steve Smith)। দক্ষিণ আফ্রিকার সিডনি টেস্টে (Sydney Test) কেরিয়ারের ৩০ তম টেস্ট শতরান হাঁকালেন প্রাক্তন অজি অধিনায়ক। সেই সঙ্গে সঙ্গে ব্র্যাডম্যানের ২৯টি টেস্ট শতরানের রেকর্ডকে টেক্কা দিয়ে দিলেন তিনি। চতুর্থ অজি ব্যাটার হিসেবে টেস্টে ৩০ তম সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। এদিন ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেন অজি তারকা। তার আগে রিকি পন্টিং (৪১), স্টিভ ওয়া (৩২), ম্যাথিউ হেডেন (৩০) যাঁরা টেস্টে ৩০ বা তার বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া টেস্টে ৯ হাজার রান করার পথে স্মিথ এদিন টপকে যান হেডেনকে (৮,৬৩৫) ও মাইকেল ক্লার্ককে (৮৬৪৩)। স্মিথের আগে শুধু রয়েছেন রিকি পন্টিং, অ্যালান বর্ডার ও স্টিভ ওয়া। 

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে উসমান খোয়াজার সঙ্গে জুটি বেঁধে বোর্ডে ৩৭৭ বলে ২০০ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ। স্মিথ তাঁর ইনিংসে ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে ৪৭৫ রান বোর্ডে তুলেছে। দিনের শেষে খোয়াজা অপরাজিত আছেন ১৯৫ রানে। ৫ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ম্যাট রেনেশঁ।

ভারতীয় ক্রিকেট নিয়ে কী বলছেন সাঙ্গাকারা?

ভারত-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সঙ্গকারা বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব সব ধরনের ক্রিকেটেই পড়েছে। এমনকী, টেস্ট ক্রিকেটেও। তবে ওয়ান ডে বিশ্বকাপের জন্য সকলকে ফিট রাখাটা জরুরি। আর সব ধরনের ফর্ম্যাটে সব ম্যাচে খেলালে সেরা প্লেয়ারদের ফিট না-ও পাওয়া যেতে পারে। ওয়ার্কলোড সামলে পরিকল্পনা করতে হবে। ২০-৩০ বা আরও বড় দলও তৈরি করা যেতে পারে। তবে মূল দলে কারা থাকবে, সেটা অনেক আগে নির্ধারণ করে ফেলতে হবে। সেই প্লেয়ারদের ওপর নির্ভর করেই বাকি দল গঠন করা উচিত।’

উদাহরণ দিতে গিয়ে সঙ্গা বলেছেন, ‘ভারতীয় দলের কথাই যদি ধরেন, সবাই জানেন ওদের দলের মূল প্লেয়ার কারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কে। তবে সামনে বিরাট মরসুম পড়ে রয়েছে। তাই বেশ বুদ্ধিমত্তার সঙ্গে ওয়ার্কলোড সামলাতে হবে। আইপিএল আছে। আরও অনেক ক্রিকেট রয়েছে। তবে ওয়ান ডে বিশ্বকাপের বছরে সকলের নজরে শুধু ওই টুর্নামেন্টটাই থাকা উচিত। সেরা প্লেয়ারদের অনেক ওয়ান ডে ম্যাচ খেলতে হবে। বাকিরা তাদের আশেপাশে খেলবে। তবে সকলের এটা জানা উচিত যে প্রথম পনেরোয় আসার লড়াইয়ে রয়েছে তারাও। যথেষ্ট পরিমাণে ওয়ান ডে ক্রিকেট খেলা উচিত সকলের। যাতে শরীর একেবারে তৈরি থাকে। যাতে বিশ্বকাপের আগে ওয়ান ডে দলটা তৈরি হয়ে যায়।’