Urvashi Rautela At Kokilaben Hospital


মুম্বই: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই হাসপাতালের বেডে জায়গা হয়েছে ঋষভ পন্থের। গোটা দেশের ক্রীড়াপ্রেমী মানুষ এমনকী দেশের বাইরেও ঋষভের অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। সেই তালিকায় অবশ্যই রয়েছেন বলি ডিভা উর্বশী রাউতেলাও। ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। অতীতে বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছিল। পন্থের দুর্ঘটনার পরে উর্বশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন। এবার পন্থের আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ করলেন উর্বশীর মা মীরাও। এবার পন্থকে দেখতে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে চলে গেলেন উর্বশী। না তেমন কোনও ছবি প্রকাশ্যে না এলেও উর্বশীর ইনস্টাগ্রাম স্ট্যাটাস তেমনই জানান দিচ্ছেন। 

কী স্ট্যাটাস দিয়েছেন উর্বশী?


 

উর্বশীর মায়ের পোস্ট

মীরা রাউতেলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সোশ্যাল মিডিয়ার জল্পনা একদিকে এবং আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের মুখ উজ্জ্বল করার কৃতিত্ব অন্যদিকে। সিদ্ধবালিবাবা যেন দ্রুত তোমায় সুস্থ করে তোলে। আপনারাও সকলে ঋষভ পন্থের জন্য প্রার্থনা করুন।’ মুহূর্তের মধ্যেই উর্বশীর মায়ের পোস্ট ভাইরাল হয়ে যায়। মীরা রাউতেলার ফলোয়াররা তাঁর পোস্টে উর্বশীকে ট্যাগ করেও একাধিক কমেন্ট করেন। প্রসঙ্গত, পন্থের দুর্ঘটনার পর উর্বশী পোস্ট করলেও, পন্থকে নিয়ে সরাসরি তিনি কোনওরকম মন্তব্য করেননি। তবে উর্বশীর মায়ের এই পোস্টে জল্পনা আরও বাড়ল।

আনুমানিক ৬ মাস মাঠের বাইরে পন্থ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে চিকিৎসার জন্য ইতিমধ্যেই মুম্বই নিয়ে আসা হয়েছে। তাঁর লিগামেন্টের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে হবে। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সূত্রের খবর, পন্থের চোট অনেকটাই রবীন্দ্র জাডেজার চোটের মতই। তার জন্যই অন্ততপক্ষে ৬ মাস হয়ত সময় লাগবে তাঁর পুরো সুস্থ হয়ে উঠতে। 

সেক্ষেত্রে ভারতের পরবর্তী যে সিরিজ রয়েছে পরবর্তীতে শ্রীলঙ্কা, নিউ জ়িল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেখানে খেলতে দেখা যাবে না পন্থকে। এমনকী আইপিএলেও হয়ত পাওয়া যাবে না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে। বোর্ড সূত্রে জানানো হয়েছে যে, ”বোর্ডের ডাক্তাররা জানিয়েছেন, পন্থের চোট অনেকাংশে জাডেজার মতোই। দেহরাদূন থেকে যা রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পন্থের অস্ত্রোপচার দরকার। চার মাস লাগবেই ওর সেরে উঠতে।’