মন্দিরে পুজো দিতে গিয়ে তৃণমূলের ‘হামলা’র মুখে দিলীপ ঘোষের কনভয়

এবার মন্দিরে পুজো দিতে গিয়ে তৃণমূলের ‘হামলা’র মুখে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থানে পুজো দিতে গেলে তাঁর কনভয়ে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ বিজেপি। দিলীপবাবুর কনভয় রুখে ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে তারা।

শনিবার বিকেলে চাকলা ধামে পুজো দিতে যান দিলীপবাবু। তখন মন্দিরের প্রবেশদ্বারের পাশে দাঁড়িয়ে ছিলেন কিছু তৃণমূলকর্মী। তারা ‘দিলীপ ঘোষ গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। পুজো দিয়ে বেরিয়ে আসার সময়ও একই পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষের কনভয় মন্দিরের গেট দিয়ে বেরনোর চেষ্টা করলেই রুখে দাঁড়িয়ে ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। যদিও তাদের কারও হাতে পতাকা ছিল না। সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ ও দিলীপবাবুর নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি আয়ত্তে আনেন।

বিজেপির দাবি, গোটা রাজ্যে বিরোধীদের গতিবিধিতে বেনামে বাধা দেয় তৃণমূল। এমনকী পূর্ব মেদিনীপুরে বেনামে কেন্দ্রীয় দলকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল কর্মীরা। এবার মন্দিরেও সেই ঘৃণ্য রাজনীতি শুরু করল শাসকদল। দেবস্থানে পুজো দিতে গিয়ে শাসকদলের বাধার মুখে পড়লেন বিরোধী দলের নেতা। যার নজির ভূভারতে খুব কম রয়েছে।

এদিনের ঘটনা নিয়ে দিলীপবাবু বলেন, ‘মন্দিরের বিরোধীরা মন্দিরের বাইরে রয়েছেন। মন্দিরের ভক্তরা তো মন্দিরের ভিতরে আছেন। অকম্মারা শুধু গো ব্যাক স্লোগানই দিতে পারে’। পালটা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘দিলীপবাবুদের কথায় মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছে।’