Keratosis Pilaris Know About Keratosis Pilaris, The Skin Condition That Yami Gautam Suffers From


মুম্বই : কেরাটোসিস পিলারিস । সম্প্রতি ইয়ামি গৌতম জানিয়েছেন তিনি অসুখে আক্রান্ত।   কেরাটোসিস পিলারিসকে অনেকে chicken skin ও বলে থাকেন।                                                                                                                         

কেরাটোসিস পিলারিস কি?

কেরাটোসিস হল একটি ত্বকের অসুখ। যার ফলে সারা গায়ে রুক্ষ ছাপ দেখা যায়। দেখা যায় চামড়ার উপর লাল লাল ফোলা ফোলা দানা দানা । কেন হয় এমন অসুখ?  যখন ত্বক অত্যধিক পরিমাণে কেরাটিন তৈরি করে,  তখনই হতে পারে এই অসুখ। কেরাটিন হল একটি প্রোটিন যা চুলের ফলিকলকে শক্ত করে। সাধারণত, বাহু, উরু, গাল এবং নিতম্বে কেরাটোসিস দেখা যায়। 

যদিও এই অবস্থার কোনও সম্পূর্ণ নিরাময় নেই, এটি মেডিকেটেড ক্রিম, কখনও কখনও ওরাল ড্রাগ নিয়ে এর চিকিৎসা হয়। কখনও কখনও ছোটখাটো কসমেটিক সার্জারি দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যা ত্বকের অবস্থার উন্নতি করতে পারে। 

কারা আক্রান্ত হতে পারে

ছেলে মেয়ে উভয়েরই এই সমস্যা হতে পারে। এটি পুরুষদের তুলনায় মহিলাদেরকে কিছুটা বেশি প্রভাবিত করে বলে জানা যায়। শীতকালে বেশি সমস্যা দেখা যায়। সম্ভবত জেরোসিস (শুষ্কতা) এবং শীত কালে উলের জামাকাপড়ের ঘষা লেগে এই সমস্যা হতে পারে। গর্ভবতী  অবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের এই সমস্যা হতে পারে।  

কাঁটাযুক্ত লাল বিন্দুর চারপাশে সামান্য লালভাব বা কাঁটা কাঁটা দানার চারপাশে পিগমেন্টেশন থাকতে পারে। হাত, কনুইয়ের আশেপাশে এমনটা দেখা যায়। মুখ, গাল এবং ঘাড়েও এমনটা হতে পারে। 

লক্ষণ
কেরাটোসিস পিলারিস যে কোন বয়সে হতে পারে। উপসর্গগুলি হল – 

  • উপরের বাহু, উরু, গাল বা নিতম্বে বেদনাহীন ছোট ছোট দানা দেখা যায়।
  • শুষ্ক, রুক্ষ ত্বকে মাছের আঁশের মতো দাগ
  • পরিস্থিতি খারাপ হয় যখন ঋতু পরিবর্তনের কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়। ত্বক শুষ্ক হয়। 

    কখন ডাক্তার দেখাবেন

    কেরাটোসিস পিলারিসের চিকিত্সার সাধারণত প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি আপনার ত্বক নিয়ে উদ্বিগ্ন হন, তাহলে  বিশেষজ্ঞের (চর্মরোগ বিশেষজ্ঞ) পরামর্শ নিন।                                                                     

    আরও পড়ুন :

     কোভিডে আক্রান্ত হলে খারাপ হচ্ছে বীর্য, চ্যালেঞ্জের মুখে প্রজনন ক্ষমতা, বলছে AIIMS এর গবেষণা

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator