Nadia: সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন বৃদ্ধ, মাঝপথে পিষে দিল বালি বোঝাই লরি

পেটের দায় সত্তর বছর বয়সেও দোকানে গিয়ে কাজ করতে হচ্ছে বৃদ্ধকে। আর সেই কাজ করতে যাওয়ার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বালি বোঝায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরের দণ্ডপানিতলা ঘাট মোড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিমল পাল (৭০)। ঘটনায় ঘাতক লরি এবং চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমল পাল নবদ্বীপের চটির মাঠ এলাকার বাসিন্দা। তিনি দণ্ডপানিতলা এলাকায় একটি ফার্নিচার শো রুমে কাজ করতেন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ। প্রতিদিনকার মতো আজ সকালে তিনি সাইকেলে চড়ে ওই শোরুমে কাজে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমলকে ধাক্কা মারে বালি বোঝায় লরিটি। ঘটনায় লরির সামনের চাকার নিচে পড়ে যান বিমল পাল। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, স্থানীয়রা লরি এবং চালককে ধরে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। লরি এবং চালককে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, প্রতিদিনই এ এলাকা দিয়ে বালি বোঝাই লরি যাতায়াত করছে। সামনেই দুটো স্কুল রয়েছে। তা সত্ত্বেও বালি বোঝাই লরি তীব্র গতিতে যাতায়াত করছে। সেই কারণেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।