Alipurduar: মহাকাল পুজোর পর চলছিল প্রসাদ বিতরণের সময় হাতির হামলা, মৃত্যু ব্যক্তির

আবারও হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের পর এবার দাঁতালের তাণ্ডব চলল আলিপুরদুয়ারে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের বেংদাঙ্গীতে। মৃতের নাম বিনোদ মল্লিক (৪২)। মহাকাল পুজো চলার সময় আচমকা হামলা চালায় ওই বুনো হাতি। তখনই মৃত্যু হয় বিনোদের। পাশাপাশি, বেশ কয়েকটি ঘর বাড়ি ভাঙচুর করেছে বুনো হাতিটি। এই ঘটনায় বনদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এলাকার বাসিন্দারা বেংদাঙ্গী এলাকায় মহাকাল পুজোর আয়োজন করেছিলেন । পুজো শেষে সকলে প্রসাদ বিতরণ করতে ব্যাস্ত ছিলেন। ঘড়ির কাঁটায় তখন রাত ১০ টা। সেই সময় আচমকা সেখানে জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে বুনো হাতি। দাঁতালকে দেখতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তখন অনুষ্ঠানের মধ্যেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রত্যেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সেই সময় বিনোদ মল্লিক হাতির সামনে চলে আসে। এরপরেই হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয় ।

গ্ৰামবাসীদের অভিযোগ, হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসার পর থেকে বন দফতরে বহু বার ফোন করা হয়েছে। কিন্তু, দুর্ঘটনার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। তাঁদের দেখে গ্ৰামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।বনদফতরের বেংদাঙ্গী রেঞ্জের পক্ষ থেকে অম্বারিশ চক্রবর্তী জানান, ‘প্রথমে আমাদের কাছে খবর আসে হাতিটি লোকালয়ে প্রবেশ করেছে, সেখানে ঘর বাড়ি ভাঙছে । সেখানে আমরা গিয়ে খবর পায় হাতির হামলায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথমে হাতিটি ওই এলাকায় যায় তারপরে ঘর বাড়িতে ভাঙচুর চালায়।’