Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 8th January 2023


কলকাতা: ম্যারাথনের উদ্বোধনে শহরে বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম। নতুন বছরে নিজের নতুন লক্ষ্য জানিয়ে দিলেন তারকা ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

ম্যারাথনের উদ্বোধনে মেরি কম

পিছিয়ে পড়া পরিবারের শিশুদের লেখাপড়ার জন্য দৌড়, যার নাম দেওয়া হয়েছে একল রান। রবিবার সেক্টর ফাইভ থেকে ফ্রেন্ডস ফর ট্রাইবাল সোসাইটির উদ্যোগে ম্যারাথনের আয়োজন করা হয় l ৩, ৫, ১০ ও ২১ কিলোমিটার দৌড়ে প্রায় সাড়ে ৩ হাজার প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন। একল রানের সূচনা করেন বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। আয়োজক সংস্থার দাবি, ম্যারাথন থেকে সংগৃহীত অর্থ দেশের বিভিন্ন গ্রামের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের লেখাপড়ার খাতে ব্যয় করা হবে। মেরি কম ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন ব্রিজেশ দামানি, অভিনেতা রাহুল দেব বোস, পরিচালক অনুরাধা কাপুর এবং আরও অনেকে। ফ্রেন্ডস অব ট্রাইবালস সোসাইটির যুব শাখার উদ্যোগে বার্ষিক ইভেন্ট ইকল রানের আয়োজন করা হয়। ২১ কিমি, ১০ কিমি, ৫ কিমি এবং ৩.৫ কিমি দৌড়ের আয়োজন করা হয়। সমস্ত বয়সের মানুষরাই এতে অংশ নেন। তবে ইভেন্টের প্রধান আকর্ষণ ছিলেন মেরি কম। 

নীরজের লক্ষ্য

টোকিও অলিম্পিক্সের পরেও নীরজ চোপড়ার (Neeraj Chopra) ইতিহাস গড়ার পালা অব্যাহত। গত বছর প্রথম ভারতীয় হিসাবে ডায়মন্ড লিগ জিতেছেন নীরজ। নতুন বছরে ভারতীয় তারকা অ্যাথলিটের লক্ষ্য ঠিক কী? নিজের মুখেই স্পষ্ট জানিয়ে দিলেন নীরজ চোপড়া। 

শনিবার (৮ জানুয়ারি) এক সাংবাদিক সম্মেলনে নীরজ বলেন, ‘আশা করছি এই বছরেই ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার যাবতীয় কথোপকথন শেষ হয়ে যাবে। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা একটা বিশেষ অনুভূতির। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাটা বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের কাছে অহংকার করার মতো বিষয়। সেরা অ্যাথলিটদের জন্য এটা একটা বেঞ্চমার্ক বটে। আমি জানি অতীতে আমি এই এই লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছি। আশা করছি এই বছরেই এই লক্ষ্য পূরণ করতে পারব।’ প্রসঙ্গত, গত বছরের জুনে নীরজ চোপড়া নিজের সেরা থ্রোটি করেন। ৮৯.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

ইডেনে টিকিট বিক্রি শুরু

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি (IND vs SL ODI) সিরিজ শেষ। এবার ১০ জানুয়ারি থেকে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলবে দুই দল। সেই ম্যাচের জন্য আজ রবিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গেল।

ইডেনে ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। আপাতত অবশ্য অনলাইন ও কাউন্টার মিলিয়ে ১৫ হাজার মতো টিকিট বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত সর্বনিম্ন ৬৫০ টাকা ও সর্বাধিক ১৫০০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া ১০০০ টাকার দামের টিকিটও বিক্রি করা হচ্ছে। ইডেনে সদ্যই নতুন বাতিস্তম্ভ বসানো হয়েছে। তারপরেই এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে। তাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের কর্তারাও এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ উৎসাহী। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান এই ম্যাচের মাঝে একটি লেজার শোর আয়োজন করা হতে পারে।

টেস্ট দলে সূর্য!

বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২২ সালে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। বছর বদলালেও সূর্যর ব্যাটিং ফর্ম অব্যাহত। শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত অর্ধশতরান করেছিলেন। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে শতরান হাঁকান সূর্য। ভারতের তারকা ব্যাটারের অনবদ্য শতরানের পরেই সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরও (Gautam Gambhir) সূর্যের ব্যাটিংয়ে মন্ত্রমুগ্ধ। সূর্যকুমারের অপরাজিত ১১২ রানের ইনিংসের পরেই তাঁকে ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়ার দাবি জানালেন গম্ভীর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গম্ভীর সূর্যের পক্ষে জোরাল সওয়াল করে লেখেন, ‘দারুণ ইনিংস খেললে সূর্যকুমার যাদব। এবার ওঁকে টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়ার সময় এসেছে।’

আরও পড়ুন: কোচের আস্থা ও কঠোর অনুশীলনই সাফল্যমন্ত্র, দুরন্ত শতরান হাঁকিয়ে সাফ জানালেন সূর্যকুমার