Vande Bharat: বন্দে ভারতে কি পাথর হামলা? আসল সত্যিটা কী! রেল কী জানাল?

সত্যি কি বন্দে ভারতে রবিবার পাথর ছোঁড়া হয়েছিল? এনিয়ে মুখ খুলেছে রেল কর্তৃপক্ষ। তবে রাতেই বিভিন্ন সংবাদ মাধ্য়মে খবর সম্প্রচারিত হয় বন্দে ভারতে ফের পাথর হামলা। এনজেপি থেকে হাওড়ার দিকে আসছিল সেমি হাইস্পিড ট্রেন। আর তখন বিহারে হামলার মুখে বন্দে ভারত। বিহারে বন্দে ভারতকে নিশানা করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। বিহারের বারসই স্টেশনে কাছে বন্দে ভারতের কামরার কাঁচের উপর দিকে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। চলন্ত ট্রেনে সি-১১ কামরার কাঁচে গিয়ে পাথর লাগে বলে দাবি করা হয়। পাথরে কাঁচের একাংশে কিছুটা ফেটে যায় বলে দাবি করা হয়। এনিয়ে ফ্য়াক্ট চেক করেছে হিন্দুস্তান টাইমস বাংলা।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, কোনও পাথর ছোঁড়ার ঘটনা হয়নি। একটি স্ক্র্যাচ দেখিয়ে একাধিক টিভি চ্যানেল দেখিয়েছে ট্রেনে হামলা করা হয়েছিল।তবে এনিয়ে কোনও কেস রেজিস্টার করা হয়নি। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। জানিয়েছেন রেলের সিপিআরও।

তবে এদিন রাতে হাওড়ায় ট্রেন আসার পরে একাধিক যাত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল।

এদিকে আগেও বন্দে ভারতের উপর পাথর হামলা হয়েছিল। এবারও বিহারের উপর দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখনই পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। তবে রেল বিষয়টি মানতে চায়নি।কোনও যাত্রীর জখমের খবর মেলেনি।

এদিকে রেলের ওই কামরার কাঁচে কিছুটা দাগ রয়েছে। সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে এই স্ক্র্যাচ দেখে যাত্রীদের মধ্য়েও আতঙ্ক ছড়ায়। এরপরই যাত্রীরা রেল পুলিশের কাছে বিষয়টি জানান। তবে পাথর হামলার অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়়িয়েছে।

এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, একেবারে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। আসলে বাংলার সীমান্তে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যাত্রা শুরুর পরের দিন থেকেই যেন তাল কাটে বন্দে ভারতের। যাত্রীদের অনেকেই বন্দে ভারতের যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বন্দে ভারতের মেনুর মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা। এবার বন্দে ভারতে পাথর হামলার অভিযোগ। তবে কি প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা?