West Bengal District Wise Temperature: দার্জিলিংকে প্রায় টেক্কা কল্যাণীর, হারাল রায়গঞ্জ – আজ বাংলার কোথায় কত নামল পারদ?

কনকনে ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গ। সার্বিকভাবে কিছুটা তাপমাত্রা বাড়লেও এখনও জাঁকিয়ে শীত আছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে দার্জিলিংকে রীতিমতো টেক্কা দিচ্ছে কল্যাণী। রায়গঞ্জ তো শৈলশহরকে ছাড়িয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে নেমেছে?

১) দার্জিলিং: ৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

২) কালিম্পং: ৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম)। 

৩) বাগডোগরা: ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। 

৪) জলপাইগুড়ি: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। 

৫) আলিপুরদুয়ার: ১০ ডিগ্রি সেলসিয়াস। 

৬) কোচবিহার: ১০.২ ডিগ্রি সেলসিয়াস। 

৭) পুণ্ডিবাড়ি: ৫.২ ডিগ্রি সেলসিয়াস। 

৮) রায়গঞ্জ: ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। 

৯) মালদা: ৯.১ ডিগ্রি সেলসিয়াস। 

১০) বালুরঘাট: ১০ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: Heart Attack in Cold: প্রবল শীতে হু হু করে বাড়ছে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা! কানপুরে একদিনে মৃত্যু ২৫ জনের

১১) বহরমপুর: ১২ ডিগ্রি সেলসিয়াস। 

১২) কৃষ্ণনগর: ৯.২ ডিগ্রি সেলসিয়াস। 

১৩) কল্যাণী: ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। 

১৪) শ্রীনিকেতন: ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। 

১৫) আসানসোল: ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। 

১৬) পানাগড়: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। 

১৭) বর্ধমান: ৯ ডিগ্রি সেলসিয়াস। 

১৮) বাঁকুড়া: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। 

১৯) পুরুলিয়া: ৯ ডিগ্রি সেলসিয়াস। 

২০) ঝাড়গ্রাম: ৯ ডিগ্রি সেলসিয়াস। 

২১) কলাইকুণ্ডা: ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। 

২২) খড়্গপুর: ১১ ডিগ্রি সেলসিয়াস। 

২৩) দিঘা: ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। 

২৪) কাঁথি: ১০ ডিগ্রি সেলসিয়াস। 

২৫) মেদিনীপুর: ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। 

২৬) উলুবেড়িয়া: ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। 

২৭) ডায়মন্ড হারবার: ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। 

২৮) কাকদ্বীপ: ১১.২ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: Winter & Fog Update in West Bengal: আজও ঠান্ডায় কাঁপছে বাংলা, শৈত্যপ্রবাহ চলবে ২ জেলায়, কুয়াশার দাপট কোথায় কোথায়?

২৯) সাগরদ্বীপ: ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

৩০) কলকাতা: ১২.২ ডিগ্রি সেলসিয়াস। 

৩১) ক্যানিং: ১১.২ ডিগ্রি সেলসিয়াস। 

৩২) সল্টলেক: ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। 

৩৩) ব্যারাকপুর: ১০ ডিগ্রি সেলসিয়াস। 

৩৪) দমদম: ১১.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম)।