বরখাস্ত ২ কর্মচারীকে রংপুর মেডিক্যাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা

সরকারি চাকরি বিধি লঙ্ঘন করায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বরখাস্ত হওয়া দুই কর্মচারীকে হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান স্বাক্ষরিত আদেশনামা জারি করা হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক দফতর সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রশাসনিক শাখা থেকে ইস্যু করা আদেশনামা সোমবার (৯ জানুয়ারি) সরবরাহ করা হয়েছে। সেখানে পরিচালক উল্লেখ করেছেন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, ইতোপূর্বে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়া অফিস সহায়ক মামুনুর রশীদ ও আশিকুর রহমান নয়ন বিধি লঙ্ঘন করছেন। তারা অযাচিতভাবে হাসপাতালের স্বাভাবিক স্পর্শকাতর, জরুরি বিভাগ, জখমী সনদ শাখা, অন্যান্য বিভিন্ন বিভাগে জনগুরুত্বপূর্ণ কাজে বিধিবর্হিভূতভাবে হস্তক্ষেপ এবং ভয়ভীতি প্রদর্শন করছেন। যা বরখাস্তকালীন সরকারি চাকরি বিধিমালা ২০১৮ মোতাবেক চাকরি থেকে পদাবনিতসহ চূড়ান্ত অপসারণযোগ্য অপরাধ। বরখাস্ত হওয়া দুই কর্মচারীকে সতর্ক করা হচ্ছে, প্রতি সপ্তাহে রবিবার হাজিরা দিয়ে হাসপাতাল ত্যাগ করবেন। এ আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বরখাস্ত হওয়া দুই কর্মচারী আশিকুর রহমান নয়ন ও মামুনুর রশীদ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজে অযাচিত হস্তক্ষেপ এবং হাসপাতালের পরিস্থিতি অস্থিতিশীল করছেন। বারবার বলার পরেও তারা কর্ণপাত না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিঠি দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তাদের হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’