Calcutta University: ফেব্রুয়ারিতে প্রথম সেমের পরীক্ষা, এখনও রেজিট্রেশন করাননি ২৭০০ পড়ুয়া

কলেজগুলিতে স্নাতকের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাওয়ার পরেও এখনও বেপাত্তা রয়েছেন বহু পড়ুয়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই সংখ্যাটা হল ২৭০০ জন। ফেব্রুয়ারিতে রয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কিন্তু, এখনও ওই সমস্ত ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করান নি। তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই অবস্থায় ওই সমস্ত ছাত্র-ছাত্রীদের ১০ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবেই বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়।

জানা গিয়েছে, নভেম্বরে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরেও এত সংখ্যক পড়ুয়ারা রেজিস্ট্রেশন এখনও হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৪০ টি কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত ছাত্রীদের খুঁজে বের করে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি ওই সময়ের মধ্যে তাঁরা রেজিস্ট্রেশন না করেন তাহলে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এদিকে, ওই ২৭০০ জন ছাত্রছাত্রীদের ভর্তির যে তালিকা দেখানো হচ্ছে তাতে ওই সমস্ত পড়ুয়াদের মার্কশিট, জাতিগত সংশাপত্র বা মাইগ্রেশন সার্টিফিকেট দেখাতে পারছে না কলেজগুলি। এই অবস্থায় দুর্নীতির অভিযোগ্য উঠছে। এমনই অভিযোগ তুলেছেন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘প্রযুক্তিগত সমস্যা ছাড়া যদি কেউ ভর্তির মার্কশিট বা অন্যান্য তথ্য-প্রমাণ দেখতে না পারেন তাহলে সে ক্ষেত্রে দুর্নীতি হতেই পারে। এর আগেও কলেজের সিট বিক্রির অভিযোগ উঠেছে।’

 আবার বিভিন্ন কলেজের দাবি, অনেকেই অনলাইনে ভর্তির সময় নম্বর বাড়িয়েছিলেন। কিন্তু প্রকৃত রেজাল্ট যাচাই করতেই দেখা যায় তাদের নম্বর কম রয়েছে। আবার অনেক অধ্যক্ষের মতে, শেষদিন অনেকেই রেজিস্ট্রেশন করাতে এসেছিলেন, আবার অনেকেই অন্য কলেজে ভর্তি হয়েছেন। পাশাপাশি আর্থিক কারণেও অনেকে ভর্তি হয়েও আর পড়তে চাইনি। সেই কারণে তাঁরা হয়তো রেজিস্ট্রেশন করাননি।