Measles, rubella : শুরু হল হাম, রুবেলার প্রতিষেধক দেওয়া, কীভাবে চিনবেন এই রোগ

<p><strong>সন্দীপ সরকার, কলকাতা :&nbsp;</strong> চিন সহ একাধিক দেশে আবার চোখ রাঙাতে শুরু করেছে করোনার নতুন সাব ভ্য়ারিয়েন্ট। ভারতে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, রাজ্যগুলিকে সতর্কবার্তা দিয়ে রেখেছে কেন্দ্র। এমন একটা পরিস্থিতিতে হাম এবং রুবেলার মতো রোগের টিকাকরণে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে রাজ্যে শুরু হল শিশু ও কিশোরদের হাম এবং রুবেলার প্রতিষেধক দেওয়া। <br /><br />৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি-বেসরকারি সব স্কুলেই পড়ুয়াদের টিকা দেওয়া হবে। এছাড়া, টিকা দেওয়া হবে পুরসভার <br />স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। হাম ও রুবেলার টিকাকরণের পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া সার্টিফিকেট।<br /><br /><strong>আপনার সন্তানের হাম বা মিজলস হয়েছে কি না বুঝবেন কীভাবে&nbsp;</strong></p>
<p><a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a> কালে শিশুদের হাম ও রুবেলার ভ্যাকসিনেশনেশনের প্রক্রিয়া অনেকটাই বাধা পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সংস্থা ও মার্কিন সংস্থা Centers for Disease Control and Prevention বা CDC-র তরফে দাবি করা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি শিশু ভ্যাকসিনেশনেশন থেকে বঞ্চিত হয়েছে।</p>
<p>Measles ভাইরাস হল RNA ভাইরাস, যা থেকে সংক্রমণ হয়।&nbsp; এর উপসর্গ আমরা দেখতে পাই সংক্রমণ হওয়ার ১০ থেকে ১২ দিন বাদে এবং এই উপসর্গগুলো থাকে সাধারণত ৭-১০ দিন&nbsp; পর্যন্ত।&nbsp;<br /><br /><strong>কী কী উপসর্গ</strong></p>
<ul>
<li>&nbsp;জ্বর সর্দি-কাশি</li>
<li>চোখ লাল হয়ে যাওয়া</li>
<li>মুখের ভেতরে এক ধরনের হোয়াইট স্পট দেখা যাওয়া।&nbsp;</li>
<li>&nbsp;সারা গায়ে একটা গুড়ি গুড়ি&nbsp; লাল রঙের&nbsp; ব়্যাশ বের হয়।&nbsp;</li>
<li>সাধারণত প্রথমে কানের পেছনে ব়্যাশ বের হয়।&nbsp; তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে।</li>
<li>তিন থেকে চার দিনের মাথায় র়্যাশ বের হয়। তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে।</li>
<li>জ্বর কমে গেলেও দিন দশের র়্যাশ থাকে।</li>
<li>এরপর আস্তে আস্তে মিলিয়ে যায়</li>
</ul>
<p>১১ই ফেব্রুয়ারি অবধি এই ভ্যাকসিনেশন চলবে। প্রথম তিন সপ্তাহ স্কুলে দেওয়া হবে। তারপর এক সপ্তাহ চলবে বস্তি অঞ্চলে। তারপর এক সপ্তাহ এর পরও যারা নেয়নি তাদের। ন’ মাস থেকে পনেরো বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। </p>
<p>সারা কলকাতায় সাড়ে তেরো লক্ষ বাচ্চাকে দেওয়া হবে, ২ কোটি ৩৩ লক্ষ বাচ্চা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভ্যাকসিন পাবে।&nbsp;</p>
<p>&nbsp;</p>