Suvendu-Abhishek: ‘‌ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন’‌, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর‌

নোট বাতিলের পরই কোটি কোটি কালো টাকা সাদা করতে খোলা হয়েছিল বেনামি অ্যাকাউন্ট। সিউড়ি সমবায় ব্যাঙ্কের ১৭৭টি বেনামি অ্যাকাউন্ট নিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, নোট বাতিলের সময় তৃণমূল কংগ্রেস সাংসদ তাঁর আপ্ত সহায়কের মাধ্যমে হাজার কোটি টাকা নোটবদল করেছেন। তাঁর কাছে প্রমাণ আছে। তখন নোট বাতিলের সময় তৃণমূল কংগ্রেস সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তখন প্রতিবাদ করেননি কেন? বিরোধী দলনেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী?‌ এই নোট বাতিলের পর হাজার কোটি টাকা বদল করার অভিযোগ শুভেন্দু সরাসরি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘পুরনো নোট বদল করেছেন ভাইপো। আমি এক হাজার লোকের নাম দিয়ে দেব। পেট্রল পাম্পের মালিক, ব্যবসায়ী এমনকী বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে নোট বদল করা হয়েছে। এমন এক হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। অনুব্রত ১০০ কোটি বদল করলে ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন।’ যদিও তিনি কোনও প্রমাণ জনসমক্ষে দেখাননি।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ শুভেন্দু অধিকারী আগে বহু অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যা প্রমাণ করা যায়নি। এমনকী তিনটি তারিখ দিয়ে বড় ডাকাত ধরা পড়ার কথা বলেছিলেন। যা ব্যুমেরাং হয়ে দেখা দিয়েছিল। তাই শুভেন্দুর এই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, ‘উনি আর বিরোধী দলনেতা নন। উনি অভিষেক–বিরোধী দলনেতা। তাই যে অভিযোগ শুভেন্দু করছেন, তার উপযুক্ত প্রমাণ দিন। উনি যে সময়ের কথা বলছেন, তখন উনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলাচ্ছিলেন। তখন কেন এমন ঘটনার প্রতিবাদ করলেন না?’

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেস এখন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় প্রচারে নেমেছেন। তাছাড়া দিদির দূত হয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন নেতা, নেত্রীরা। আর বিজেপি বুঝতে পারছে, সামাজিক প্রকল্প এবং উন্নয়নের ফিরিস্তি নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে এগোচ্ছে তাতে আবার নির্বাচনে ভরাডুবি হতে পারে। তাই এখন নানা নতুন অভিযোগ তুলতে শুরু করেছে। এই অভিযোগ তোলার পরে বর্ধমানের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু বলেন, ‘তৃণমূল সরকারের একটিই অ্যাজেন্ডা— টাকা, টাকা এবং টাকা। চুরি, চুরি আর চুরি।’‌