Tamil Nadu: জাতীয় সঙ্গীত শুরুর আগেই বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল, কেন?

দিব্যা চন্দ্রবাবু

তামিলনাড়ুতে রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। জাতীয় সঙ্গীত শুরুর আগেই বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল। আসলে লিখিত ভাষণের কিছু অংশ পড়েননি রাজ্য়পাল। তা নিয়েই বিরোধ একেবারে তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুতে শোরগোল চরমে উঠেছে।

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি সোমবার রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট করলেন। এমনকী জাতীয় সঙ্গীত শুরুর আগেই তিনি বেরিয়ে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রাজ্যপালের উদ্বোধনী ভাষণে কিছু শব্দ বাদ দিয়েছিলেন এই অভিযোগ তুলে তিনি প্রস্তাব গ্রহণ করেন। এরপরই বিধানসভা ত্যাগ করেন রাজ্যপাল।

সূত্রের খবর, দ্রাবিড়ীয় মডেলের সরকার পরিচালনা সম্পর্কে কিছু শব্দ তিনি বাদ দিয়ে দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তার মধ্যে বিআর আম্বেদকর, পেরিয়ার ইভি রামস্বামী, সিএন আন্নাদুরাই, এম করুণানিধির নাম বাদ দেওয়া হয়েছিল। ইংরাজিতে ৪৮ পাতার বক্তব্য রাখার সময় তিনি এই শব্দগুলি বলেননি। দ্রাবিড়িয়ান মডেল শব্দটিও তিনি বলেননি। তার জায়গায় নিজের মতো করে উচ্চারণ করেন।

পাশাপাশি বক্তব্যের ৬৫ তম পয়েন্টে বলা হয়েছিল সরকার ন্যায় বিচার, সমতা, নারীদের অধিকার রক্ষা, ধর্মনিরপেক্ষতার উপর তৈরি হয়েছে। এটিও বলতে চাননি রাজ্যপাল। তামিলনাড়ু একটি শান্তিপূরণ রাজ্য। এটাও তিনি বলতে চাননি। তিনি স্বামী বিবেকানন্দর প্রসঙ্গ এনেছিলেন। এদিকে ১২তম পয়েন্টে যেখানে উল্লেখ করা ছিল রাজ্যকে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত রাখতে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে।

এরপরই স্ট্যালিন জানিয়ে দেন কেবলমাত্র বক্তব্যের ছাপানো অংশটি রেকর্ড করতে হবে। তিনি বলেন, রাজ্যপাল দ্রাবিড়ীয় নীতির বিরোধী। তবুও আমরা তাঁকে সম্মান জানিয়েছি। কিন্তু তিনি লিখিত বক্তব্য থেকে সরে এসেছেন। এটা প্রথাবিরুদ্ধ। সেকারণেই প্রস্তাব আনা হয়েছে। আসলে এই লিখিত বক্তব্যকে অনুমোদন করেছিল সরকার। কিন্তু সেই বক্তব্যের কিছুটা অন্যথা করেন রাজ্যপাল। এনিয়েই সংঘাত মারাত্মক আকার নিল এবার।

এদিকে রাজ্যপাল যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন সামান্য হাসেন স্ট্যালিন। জাতীয় সঙ্গীতের আগেই তিনি বেরিয়ে যান। ডিএমকে সরকারের দাবি, রাজ্যপাল জাতীয় সঙ্গীতের অপমান করেছেন।

এদিকে রাজ্যসরকার বক্তব্য তৈরি করে ৫ জানুয়ারি পাঠিয়েছিল রাজভবনে।এরপর ৭ জানুয়ারি তা অনুমোদন করা হয়। শিল্পমন্ত্রী জানিয়েছেন, যদি কিছু পরিবর্তন করতে হত তাঁরা আমাদের সঙ্গে আলোচনা করতে পারতেন। কিন্তু খসড়াটা অনুমোদন করেও এদিন কিছু জায়গা বাদ দেওয়া হল। এদিকে তা নিয়েই সংঘাত চরমে।