পুলিশকে ডজ করে সুকান্তর গঙ্গা আরতি, পুলিশ বাধা দিতেই ছড়াল উত্তেজনা

সুকান্ত মজুমদারের গঙ্গারতি নিয়ে মঙ্গলবার সকাল থেকে টানটান উত্তেজনা রইল কলকাতার বাবুঘাটে। বিকেলে সুকান্তবাবু পুলিশের বাধা পেরিয়ে আরতি করতে এলে উত্তেজনা চরমে পৌঁছয়। পুলিশের প্রিজন ভ্যানের সামনে বসে পড়েন সুকান্ত মজুমদার। অবশেষে সুকান্তবাবুসহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। বাঁজা কদমতলা ঘাটে বিজেপির মঞ্চ খুলতে চলে আসেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা। ডেকরাটেরকে দিয়ে মঞ্চ খোলান তাঁরা। খবর পেয়ে সেখানে যান বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে আটক করে লালবাজারে চলে যায়।

সন্ধ্যায় সমর্থকদের নিয়ে বাবুঘাটে পৌঁছন সুকান্তবাবু। সেখানে গঙ্গারতি করেন তিনি। এর পর বাঁজা কদমতলা ঘাটের দিকে হাঁটতে থাকেন তিনি। কিছুক্ষণ পর জানা যায় বেশ কজেকজন বিজেপি কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। সঙ্গে সঙ্গে উলটো পথে হাঁটা শুরু করেন সুকান্তবাবু। এর পর প্রিজন ভ্যানের সামনে বসে পড়েন তিনি।

সুকান্তবাবু ও অন্য বিজেপি নেতাদের সরাতে টানাটানি শুরু করেন পুলিশকর্মীরা। পালটা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় বাবুঘাট এলাকায়। এর পর সুকান্তবাবুসহ বাকি বিজেপি নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। পুলিশের টানাটানিতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রায় ৩০ মিনিটের অচলাবস্থার পর সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলেন পুলিশকর্মীরা। প্রিজন ভ্যান ছোটে লালবাজারের দিকে।