IND Vs SL, 1st ODI: Get To Know Virat Kohli Reaction After Hitting Century In 80 Balls

গুয়াহাটি: টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না। ওয়ান ডে সিরিজে দলে ফিরেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৫ তম শতরান হাঁকিয়েছেন শুধু নয়, ছুঁয়েছেন সচিন তেন্ডুলকরকেও। ঘরের মাঠে ২ জনেরই এখন ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ২০। সামনের ২ টো ম্যাচে মাস্টার ব্লাস্টারকে টপকে যাওয়ার সুযোগও থাকছে কিং কোহলির সামনে। গুয়াহাটি ম্যাচে সেঞ্চুরির পর কী বললেন প্রাক্তন ভারত অধিনায়ক?

বিরাট কী বললেন?

এদিন ব্যাট করতে নেমে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেন বিরাট। ইনিংসের শেষে বিরাট বলেন, ”আমি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম। কিন্তু অনুশীলনের মধ্যে ছিলাম। বাংলাদেশ সফরের পর অনেকটা তরতাজা হয়ে মাঠে নামতে পেরেছিলাম। ঘরের মাঠে মরসুম শুরু নিয়ে উত্তেজনা কাজ করছিল। ওপেনাররা আমাকে নিজের মত করে খেলার সুযোগ দিয়েছে। আমি খুশি যে ৩৭০ পর্যন্ত রানটা নিয়ে যেতে পেরেছি।” 

এদিন বিরাটের ক্যাচ মিস করেছিলেন শ্রীলঙ্কার ফিল্ডাররা। সেই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ”আমি অন্য যে কোনও দিন হলে সেগুলো হয়ত ঠিকঠাক খেলতে পারতাম। তবে আজ ঈশ্বরকে ধন্যবাদ যে আমি আউট হইনি। দলের স্কোর অনেকটাই এগিয়ে দিতে পেরেছি। আমাদের বোলারদের কাছেও সুযোগ থাকছে রান ডিফেন্ড করার।”

এদিন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। কোহলির মতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এই দিন বছরে নিজের প্রথম ইনিংস খেলতে নেমেছিলেন। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে ভারতীয় দলের হয়ে শুরুটা দারুণ করেন ‘হিটম্যান’। গিল ও রোহিত ওপেনিং পার্টনারশিপে ভারতে হয়ে ১৪৩ রান যোগ করে শক্ত ভিত গড়ে দেন। সেই ভিতের ওপরেই ইমারত গড়েন বিরাট। শুভমন আউট হওয়ার পর ব্যাটে নেমে কার্যত ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনিতেই বিরাটের ওয়ান ডে রেকর্ড দুর্দান্ত।

সচিনের রেকর্ডে ভাগ বিরাটের

এর আগেই বিরাট দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আটটি সেঞ্চুরি করেছিলেন। ৯০-র অধিক স্ট্রাইক রেট ও ৬০-র গড়ে রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের সেই অসাধারণ রেকর্ড অব্যাহত রাখলেন ‘কিংগ কোহলি’। এই শতরানের ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বেও ভাগ বসালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এতদিন পর্যন্ত সচিনই এককভাবে ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরান করেছিলেন। আজকের এই শতরানে কোহলিও ভারতের মাটিতে ২০তম শতরান করে ফেললেন। তবে আরেকটি রেকর্ড হাতছাড়া হল বিরাটের।