IND Vs SL 1st ODI: Weather Forecast Of Guwahati Ahead, Know Detalis


গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। আজ থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (Ind vs SL ODI) । অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে এই ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। অতীতে বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Cricket stadium) কিন্তু ভারত-শ্রীলঙ্কার ম্যাচ ভেস্তে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রথম ওয়ান ডেতেও কি বরুণদেব ফের প্রভাব ফেলবেন? কেমন থাকবে গুয়াহাটির আবহাওয়া?

আবহাওয়ার পূর্বাভাস

২০২০ সালে ভারত-শ্রীলঙ্কার একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল আজকের ম্যাচের ভেন্যু বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু প্রবল বৃষ্টির জেরে সেই ম্যাচ ভেস্তে যায়। পিচে ত্রিস্তরীয় আস্তরণ থাকলেও তা জল প্রবেশ করা রুখতে পর্যাপ্ত ছিল না। ফলে বাধ্য হয়েই ম্য়াচ বাতিল করা হয়। তবে আজকে সমর্থকরা নিশ্চিত থাকতে পারেন। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারের ম্য়াচে পরিবেশজনিত কোনও বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বৃষ্টির বিন্দুমাত্র সম্ভাবনা নেই। তবে ম্য়াচ চলাকালীন বাতাসে আদ্রতার পরিমাণ ৭৫ শতাংশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলাই চলে মঙ্গলবার ক্রিকেট খেলার একেবারে উপযুক্ত পরিবেশ থাকবে। এবার ক্রিকেটাররা মাঠে কেমন পারফর্ম করেন, সেই দিকে সকলের নজর থাকবে।

সাপ দূর করার স্প্রে

প্রথম ওয়ান ডের আগেই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম  এবং তাঁর আশেপাশের সমস্ত আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Assam Cricket Association) তরফে। 

কিন্তু হঠাৎ সাপ দূর করার স্প্রে কেন? গত বছরের অক্টোবর মাসে এই মাঠেই আয়োজিত হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই ম্যাচেই মাঠের মধ্যে হঠাৎ করেই একটি সাপ ঢুকে পড়ে। মিনিট পাঁচেকের জন্য ম্যাচ বাধ্য করেই বন্ধ রাখতে হয়। শেষমেশ এক মাঠকর্মী কোনওক্রমে ওই সাপকে মাঠ থেকে বের করতে সক্ষম হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই ভারত-শ্রীলঙ্কার ম্যাচের সাপ দূরে রাখার স্প্রে করা হচ্ছে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের জায়গাগুলিতে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তরঙ্গ গগৈ এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘মশা, মাছি দূরে রাখতে কীটনাশক তো স্প্রে করা হচ্ছেই, এছাড়া মাঠ এবং তার আশেপাশের সমস্ত কমপ্লেক্সে আমরা সাপ দূরে রাখার কেমিক্যাল স্প্রে করছি।’

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে জোরাল ধাক্কা ভারতের, ছিটকে গেলেন বুমরা