Prajapati: ‘‌আমার মরা পর্যন্ত টিআরপি নামাতে পারবি না’‌, কুণালকে সরাসরি চ্যালেঞ্জ মিঠুনের

সদ্য মিঠুন–দেবের ফিল্ম বাংলায় এসেছে। আর সেই ফিল্ম প্রজাপতি নিয়ে রাজনীতির আঙিনায় বেশ জলঘোলা হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমাটি ফ্লপ করেছে বলে মন্তব্য করেন। সেখানে দলের সাংসদ দেব এবং বিধায়ক চিরঞ্জিত প্রশংসাই করেছেন। এমন পরিস্থিতিতে অবশেষে প্রজাপতি বিতর্কে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।

ঠিক কী বলেছেন মহাগুরু?‌ আজ, মঙ্গলবার ত্রিপুরায় যাচ্ছেন বিজেপির তারকা নেতা তথা প্রচারক মিঠুন চক্রবর্তী। তখন বিমানবন্দরে তাঁর সিনেমা নিয়ে কুণালের বক্তব্যের জবাব দিয়ে বলেন, ‘‌আমার টিআরপি কোনওদিনই কমানো যাবে না। আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা পর্যন্ত পারবি না।’‌ তারপরই কুণাল ঘোষের নাম শুনে ফাটাকেষ্টর কটাক্ষ, ‘‌আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না।’‌

ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ?‌ এই প্রজাপতি সিনেমা বাজারে আসার পর মিঠুনের অভিনয় নিয়ে সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‌আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার জন্য ফ্লপ হল। ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ফাটাফাটি হয়ে যেত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওকেও একটু বলতে হচ্ছে।’‌

তারপর ঠিক কী ঘটেছিল?‌ একটি জনসভা থেকে কুণালকে বলতে শোনা গিয়েছিল, অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব। কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বাংলার কলঙ্ক। কুণাল ঘোষের করা অভিনয় নিয়ে মিঠুনের বিরুদ্ধে মন্তব্য সমর্থন করেননি তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। তিনি পাল্টা বলেছিলেন, কুণাল ঘোষ ছবির বিষয়টি বোঝেন না। তাই এই বিষয়টা তাঁর উপর ছেড়ে দেওয়াই ভাল। এরপর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রজাপতি সিনেমার দৃশ্যের একটি ছবিও শেয়ার করেন তিনি। লেখেন, ‘এমনি’। এবার মিঠুনের মন্তব্য সামনে এল।