Virat Kohli gets out on 113, Team India post 373 runs in 7 wickets

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে তারকাখচিত টিম ইন্ডিয়া (Team India) ‘বাঘ’। সেটা ফের একবার বোঝা গেল। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর থেকে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল। ৫০ ওভারের ফরম্যাটেও সেই আগ্রাসী মেজাজ দেখা গেল। মারমুখী মেজাজে ইনিংসের শুরু রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Subhman Gill) করলেও, দাসুন শনকার (Dasun Shanaka) বোলারদের ক্লাবস্তরে নামালেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন বছরের শুরুতে ‘কিং কোহলি’ (King Kohli) একদিনের ক্রিকেটে ৪৫তম শতরান করলেন। একইসঙ্গে তাঁর টেস্টে ২৭ ও টি-টোয়েন্টিতে ১টি শতরান রয়েছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে মোট ৭৩টি শতরান সেরে ফেললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ৮৭ বলে ১১৩ রানে আউট হন বিরাট। ফলে তিন অঙ্কের রান দিয়ে নতুন বছর শুরু করলেন মহাতারকা। তেমনই তাঁর শতরানের সৌজন্যে টিম ইন্ডিয়া নির্বাধিত ৫০ ওভারে ৭ উইকেটে তুলে দিল ৩৭৩ রান। ফলে শ্রীলঙ্কার টার্গেট দাঁড়াল ৩৭৪  রানের। 

মঙ্গলবার বার্সাপাড়া স্তেডিয়ামে টসে জিতলেও ভারতকে ব্যাট করতে পাঠিয়ে দেন দাসুন শনকা। তাঁর এই সিদ্ধান্ত যে কত বড় ভুল সেটা প্রথম ওভার থেকেই সেটা বুঝিয়ে দিলেন রোহিত ও শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরানকারী ঈশান কিশানকে (Ishan Kishan) বসিয়ে পঞ্জাব তনয়কে সুযোগ দিয়েছিলেন দলের অধিনায়ক। রোহিতের ফাটকা এদিন খেটে গেল। দুই ওপেনার মিলে তুলে দিলেন ১৪৩ রান। ৬০ বলে ৭০ রানে আউট হলেন শুভমন। মারলেন ১১টি চার। তাঁকে ফিরিয়ে দলের মুখে হাসি ফুটিয়ে তোলেন শনকা। 

আরও পড়ুন: Rohit Sharma and Ishan Kishan: ডাবল সেঞ্চুরি করার পরেও বাদ! রোহিতের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ

আরও পড়ুন: IND vs SL: ফের একবার মহানুভবতার নজির গড়লেন রোহিত! কী করলেন? দেখুন ভাইরাল ভিডিয়ো

শুভমন ফিরলেও অনেকদিন পর রোহিতকে তাঁর পুরনো আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছিল। তাঁর মারমুখী ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই ফরম্যাটে ৩০তম শতরান করে ফেলা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ফর্মে ফিরলেও অহেতুক মারতে গিয়ে ৬৭ বলে ৮৩ রানে ফিরে যান ‘হিটম্যান’। ঝড়ো ইনিংসে মারলেন ৯টি চার ও ৩টি ছয়। রোহিত আউট হওয়ার সময় দলের স্কোরবোর্ডে দেখাচ্ছিল ২ উইকেটে ১৭৩ রান। 

এরপর শুরু হল আসল খেলা। তিন বছরের খরা কাটিয়ে ২০২২ সালে টি-টোয়েন্টিতে আফগানিস্তান ও একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। এবারও ‘কিং কোহলি’ তাঁর খুনে মেজাজে ধরা দিলেন। গত ১০ ডিসেম্বর টাইগার্সদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে করেছিলেন ৯১ বলে ১১৩। এদিনও থামলেন ১১৩ রানে। বিস্ফোরক ইনিংস গড়তে খেলেছিলেন ৮৭ বল। মারলেন ১২টি চার ও ১টি ছক্কা। তবে বিরাট এদিন তাঁর ৪৫তম শতরান কিন্তু এত সহজে আসত না। ৩৬.১ ওভারে ৫২ রানে ব্যাট করছিলেন বিরাট। সেই সময় কাসুন রাজিথার বলে তাঁর ক্যাচ ফেলে দেন কুশল মেন্ডিস। এহেন বিরাটকে ফের একবার ফাঁদে ফেলেছিলেন রাজিথা। ৪২.৬ ওভারে ৮১ রানে ক্রিজে ছিলেন তিনি। সেই সময় কভারে থাকা দাসুন শনাকা লোপ্পা ক্যাচ ফেলে দেন। এরপর আর বিপক্ষকে সুযোগ দেননি বিরাট। তবে এদিন টপ অর্ডার ও মিডল অর্ডার রান পেলেও, কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়া কিন্তু বড় রান পেলেন না। তেমনটা হলে ভারত অনায়াসে ৪০০ রান তুলে দিতে পারত। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)