কামারহাটি বিস্ফোরণে গ্রেফতার ১ দুষ্কৃতী

মঙ্গলবার কামারহাটিতে প্রকাশ্য রাস্তায় বিস্ফোরণের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শেখ নাদিম সারোয়ার নামে ওই দুষ্কৃতী আরজি কর মেডিক্যালে ভর্তি রয়েছে। সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কামারহাটিতে প্রকাশ্য রাস্তায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হয় ১ স্কুলপড়ুয়াসহ বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হলেও দমকল সেকথা অস্বীকার করে। এর পর এক প্রত্যক্ষদর্শী জানান, ২ দুষ্কৃতীর মধ্যে বচসার সময় একজনের ব্যাগে থাকা বোমা ফেটেছে।

সেই পথে তদন্তে নেমে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তার নিম্নাঙ্গে গুরুতর আঘাত লেগেছে।

পুলিশের তরফে জানা গিয়েছে, পিঠব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছিল সারোয়ার। তখন অন্য এক দুষ্কৃতীর সঙ্গে তার বচসা বাঁধে। দুজনের ধাক্কাধাক্কিতে পিঠব্যাগ খুলে মাটিতে পড়তেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত হন ২ জনেই। সঙ্গে পথচলতি আরও কয়েকজনের আঘাত লাগে। এই ঘটনায় ফের একবার কামারহাটির আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা বোমা নিয়ে যাওয়ার সাহস পায় কোথা থেকে? পুলিশকে প্রশ্ন করছেন স্থানীয়রা।