চাকরিপ্রার্থীদের মহামিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা

কলকাতা পুলিশ দেয়নি অনুমতি। বিচারপতি রাজশেখর মান্থার এজলাস থেকে সেই অনুমতি নিয়ে এলেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের কলকাতার রাস্তায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সোমবারের জায়গায় বুধবার করতে হবে মিছিল।

১৬ জানুয়ারি নিয়োগের দাবিতে কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। শহরের তিন দিক থেকে তিনটি মিছিল এসে মিলিত হওয়ার কথা ধর্মতলার রানি রাসমণি রোডে। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কর্মসূচি পালনের জন্য অনুমতি আদায় করতে এর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।

বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয় ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। এর ফলে ধর্মতলা এলাকার ওপর ব্যাপক চাপ থাকবে। এই পরিস্থিতিতে মিছিল হলে যান নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তখন বিচারপতি চাকরিপ্রার্থীদের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, অন্য কোনও দিন তাঁরা মিছিল করতে চান কি না। জবাবে তিনি জানান, দিন বদল হলেও সমস্যা নেই। তখন বিচারপতি বলেন তাহলে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা শেষের পর ১৮ জানুয়ারি মিছিল করা যাবে। এই প্রস্তাবে কোনও আপত্তি করেনি কলকাতা পুলিশ।

সোমবার বিচারপতি মান্থার এজলাসের সামনে তৃণমূলি আইনজীবীরা তাণ্ডব চালান। তার পর বুধবার ফের গুরুত্বপূর্ণ রায় এল বিচারপতির এজলাস থেকে।