Cooperative Election: রাম–বাম জোট ধরাশায়ী, শুভেন্দুর খাসতালুকে সমবায় তৃণমূলের, ফেল ‘নন্দকুমার মডেল’

বারবার ফেল করছে নন্দকুমার মডেল। তাও আবার রাজ্যের বিরোধী দলনেতার জেলায়। তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে গিয়ে রাম–বাম জোট করেছে। তারপরেও জয়ের মুখ দেখতে পাচ্ছে না বিজেপি। এবার আবার পূর্ব মেদিনীপুরের একটি সমবায় সমিতির নির্বাচনে বাম–বিজেপির অলিখিত জোট পরাজিত হল। আর সবক’টি আসন জিতে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তারপরেই আবির–খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা। পথচলতি মানুষকে মিষ্টি বিলিও করা হয়।

Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi Daxi

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ নন্দকুমার মডেল আবারও ফেল করেছে। যাকে বলে ডাহা ফেল। বাম–বিজেপির অলিখিত জোট মুখ থুবড়ে পড়েছে আরও একবার। এগরার ১ নম্বরের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট আসন ১২টি। তাতে আসনরফা করে প্রার্থী দিয়েছিল বিজেপি–সিপিএম। কিন্তু সবক’টি আসনে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জোটকে পরাস্ত করেন। বিজেপি প্রার্থীরা ৮টি আসনেই পরাস্ত হয়েছেন। সিপিএমের ৪ প্রার্থীও হেরে যান। আর ১২টি আসনেই জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক অর্ধেন্দু দাস মহাপাত্র বলেন, ‘‌এই জয় আমাদের কর্মীদের জয়। আমরা ৮০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছি। আমাদের প্রার্থী সর্বোচ্চ ৫৫৭ ভোট পেয়েছেন। আর বিরোধী প্রার্থী সর্বোচ্চ পেয়েছেন ১৬০টি ভোট।’‌ যদিও সিপিএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সাফাই দিয়ে বলেন, ‘‌আমরা স্পষ্ট করে দিয়েছি কোনও জায়গাতেই বিজেপির সঙ্গে কোনও জোট নেই। এটা তৃণমূলের রটনা। অপপ্রচার চালানো হচ্ছে।’

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ঝেকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না বাম–বিজেপি জোট। বরং ১২টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এখানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল বাম–বিজেপি জোট বনাম তৃণমূল কংগ্রেস। সোমবার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, ১২টি আসনের মধ্য়ে একটিতে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর ১১টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল ঘাসফুল। একটি আসনেও খাতা খুলতে পারেনি বাম–বিজেপি জোট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup