FIH Men’s Hockey World Cup 2023: Grand Opening Ceremony Organised At Barabati Stadium In Cuttack

পট্টনায়েক বাদেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরসহ আন্তর্জাতিক হকি সংস্থার বহু শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অনুরাগ ঠাকুর বলেন, ‘হকি বিশ্বকাপের আয়োজন করতে পারাটা দারুণ গর্বের এবং প্রতিটি ভারতীয়ই এই বিশ্বকাপের ম্যাচগুলি দেখতে মুখিয়ে রয়েছেন।’ ক্রীড়া জগতের পাশাপাশি বিনোদন জগতের ব্যক্তিত্বরাও কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানের শোভাবর্ধন করেছেন। বলিউড তারকা দিশা পাটনি ও রণবীর সিংহ এই উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন। দিশা, রণবীরের পাশাপাশি নীতি মোহন, বেনি দয়ালরাও এই অনুষ্ঠানে পারফর্ম করেন।

বিখ্যাত সংগীত পরিচালক প্রীতম এ বারের হকি বিশ্বকাপের অ্যান্থমটি তৈরি করেছেন। তিনিও বারাবাটি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি আকাশে আতসবাজির রোশনাও ছিল চোখে পড়ার মতো। তবে বারাবাটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হলেও, এই স্টেডিয়ামে কিন্তু হকি বিশ্বকাপের একটি ম্যাচও আয়োজিত হবে না। ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম ও রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে।

এক কোটি পুরস্কারমূল্য

প্রসঙ্গত, ওড়িশার মুখ্যমন্ত্রী পট্টনায়েক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি ভারতীয় দল (Indian Hockey team) হকি বিশ্বকাপ জেতে, তবে দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। গ্রুপ ডি-তে রয়েছে ভারতীয় দল। তাঁদের সঙ্গে একই গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড ও ওয়েলস। ইতিমধ্যেই ১৮ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। আগামী ১৩ জানুয়ারি স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রাউরকেল্লায় এই দুটো ম্যাচ খেলবে ভারত। এরপর তারা ভুবনেশ্বর উড়ে যাবে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলার জন্য। ওয়েলসের বিরুদ্ধে নামবে গ্রুপের শেষ ম্য়াচে ভারত। আগামী ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি নক আউট পর্বের ম্যাচ হবে। ২৫ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল রয়েছে। ব্রোঞ্জ মেডেল ম্য়াচ ও ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ২৯ জানুয়ারি।

আরও পড়ুন: সন্তোষ ট্রফিতে মধ্যপ্রদেশকে ৫ গোলে উড়িয়ে দিল বাংলা