Paulmi Adhikari : দেশের অন্যতম ফুটবলার পৌলমী অধিকারী এখন ফুড ডেলিভারি এজেন্ট

<p>সংসার চালাতে প্রিয় ফুটবলকে পাশে সরিয়ে কাঁধে তুলে নিতে হয়েছে ডেলিভারি ব্য়াগ। একসময় দেশের মহিলা ফুটবলের অন্যতম আলোচিত নাম পৌলমী অধিকারী আজ বিসর্জন দিয়েছেন নিজের প্রিয় শখ। একটা সরকারি চাকরি পেলে এখনও ফিরতে পারে সুদিন। সেই আর্জিই শোনা গেল প্রতিভাবান ফুটবলারের কণ্ঠে।</p>