PV Sindhu Crashes Out Of Malaysia Open, HS Prannoy Defeats Lakshya Sen

কুয়ালা লামপুর: নতুন বছরে মালয়েশিয়া ওপেন (Malaysia Open) প্রথমবার কোর্টে নেমেছিলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। তবে বছরের শুরুটা একেবারেই ভালভাবে করতে পারলেন না তিনি। নিজের প্রথম ম্যাচেই প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে পরাজিত হলেন সিন্ধু। অপরদিকে, আরেক ভারতীয় লক্ষ্য সেনকে (Lakshya Sen) তিন সেটের ম্যাচে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচএস প্রণয় (HS Prannoy)।

কামব্যাকেই হার

২০২২ সালে বার্মিংহামের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সিন্ধু। তারপর থেকে বেশ কয়েকদিন চোটের জন্য কোর্টের বাইরেই থাকতে হয়েছে সিন্ধুকে। কমনওয়েলথ গেমসের ফাইনালের পর চোট সারিয়ে প্রথমবার মালয়েশিয়া ওপেনেই ফিরেছিলেন তিনি। তবে কোর্টে তাঁর প্রত্যাবর্তন একেবারেই আনন্দদায়ক হল না। ২০১৬ সালের অলিম্পিক্স ফাইনালিস্টদের লড়াইয়ে ফের একবার মারিনই জয়ী হলেন। প্রথম সেটে তেমন লড়াই করতে পারেননি সিন্ধু। ১২-২১ স্কোরলাইনে প্রথম সেটে হারেন তিনি। তবে বিশ্বব়্যাঙ্কিংয়ে সাতে থাকা সিন্ধু দ্বিতীয় গেম ২১-১০ জিতে ম্যাচে সমতায় ফেরেন তিনি। শেষমেশ কিন্তু তাঁকে পরাজিতই হতে হয়। ১৫-২১ স্কোরলাইনে তৃতীয় সেট ও ম্যাচ হারেন তিনি। 

প্রণয়ের জয়

সিন্ধুর পাশাপাশি মালভিকা বানসদ মাত্র ৩১ মিনিটে ২১-৯, ২১-১৩ স্কোরলাইনে বিশ্বের চার নম্বর শাটলার অ্যান সে ইয়ংয়ের বিরুদ্ধে পরাজিত হন। মালভিকা, সিন্ধু পরাজিত হলেও, জয় পেলেন ভারতের পুরুষ শাটলার এইচএস প্রণয়। অভিজ্ঞতার কাছে হার মানল তারুণ্য়। তরুণ লক্ষ্য সেনকে এক ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে হারান প্রণয়। ভারতের এক নম্বর পুরুষ শাটলার প্রণয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২২-২৪ স্কোরলাইনে পরাজিত হন। তবে ২১-১২ স্কোরলাইনে দাপুটে ছন্দে দ্বিতীয় সেট জিতে নিয়ে ম্যাচে ফেরেন তিনি। তৃতীয় গেমের শুরুটা কিন্তু আবার লক্ষ্যই বেশ ভাল করেন। 

৭-২ এগিয়ে যান লক্ষ্য। কিন্তু পিছিয়ে পড়েও হাল ছাড়েননি প্রণয়। তিনি শেষমেশ ২১-১৮তে তৃতীয় সেট জিতে নিয়ে ম্যাচ নিজের নামে করেন। ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টিও নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচে জয় পান। ভারতীয় জুটি দক্ষিণ কোরিয়ার চই সল জিও এবং কিম ওন হোকে স্ট্রেট সেটে ২১-১৬, ২১-১৩ স্কোরলাইনে হারায়।

আরও পড়ুন: মেয়ের জন্মদিন কাটাতে মুম্বইয়ে কোহলি, বৃহস্পতিবার সকালে কলকাতায় পৌঁছেই নেমে পড়বেন ম্যাচে