হাইকোর্টে তাণ্ডব কাণ্ডের তদন্তে কলকাতায় আসছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কমিটি

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের সামনে বিক্ষোভ ও তাণ্ডবের ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গড়ল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। কলকাতায় এসে ঘটনার তদন্ত করবেন তাঁরা। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর আইন পেশায় থাকার লাইসেন্স কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র।

বিচারপতি মান্থার এজলাসের সামনে তাণ্ডবের ঘটনায় বার কাউন্সিলের কাছে স্মারকলিপি পেশ করে ল’ইয়ার্স ফর জাস্টিস নামে একটি সংগঠনের। সংগঠনের নেতা কবীরশংকর বসু বলেন, ‘আমরা বার কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বার কাউন্সিল দ্রুত পদক্ষেপ করে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে।’ মঙ্গলবারের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে তাদের।

বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র বলেন, ‘আমরা বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছিলাম। আইনজীবীরা আমাদের কাছে আবেদন করার পর আমরা বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি। ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার তদন্তে। বিচারপতির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা প্রধান বিচারপতির কাছে জানানো যেতে পারত। বা আইন মেনে অভিযোগ জানানোর আরও মঞ্চ রয়েছে। কিন্তু যে বিশৃঙ্খলা করা হয়েছে তা আইন পেশার সঙ্গে মানানসই নয়। এই ধরণের মানুষেরা আইন পেশায় যুক্ত থাকার যোগ্য নন। তারা যে কারণে বিক্ষোভ দেখিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে, তার সঙ্গে আদালতের কোনও সম্পর্ক নেই। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব।’

আইনজীবী তথা বিজেপি নেতা কবীরশংকর বসু বলেন, ‘ওড়িশা হাইকোর্টে এই একই ধরণের ঘটনায় সম্প্রতি সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ করেছে। আমরা সেই মামলায় কলকাতা হাইকোর্টের ঘটনা জানিয়ে আমরা আদালতের হস্তক্ষেপ দাবি করব।’