Australia Vs Afghanistan: Rashid Khan Warns CA, Says He Is Thinking Of Opting Out From BBL

কাবুল: অস্ট্রেলিয়াকে চরম হুঁশিয়ারি দিলেন রশিদ খান (Rashid Khan)। জানালেন, বিগ ব্যাশ লিগে (BBL) তাঁকে আর না-ও দেখা যেতে পারে।

কিন্তু কেন?

কারণ, মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan)। কিন্তু সেই সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে না তারা। এবার অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডকে কড়া ভাষায় আক্রমণ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের সিদ্ধান্তকে ‘মর্মান্তিক’ বলেও বর্ণনা করা হল।

আর আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমি শুনে সত্যিই হতাশ হলাম যে মার্চ মাসে অস্ট্রেলিয়া আমাদের বিরুদ্ধে সিরিজ খেলবে না। আমি গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করি আর আমরা বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত হয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আমাদের উন্নতিতে ধাক্কা। যদি আফগানিস্তানের সঙ্গে খেলা অস্ট্রেলিয়ার কাছে এতই অস্বস্তিকর হরয় তাহলে আমি বিগ ব্যাশ লিগে খেলে কারও অস্বস্তি বাড়াতে চাই না। তাই ভবিষ্যতে আমার বিবিএল খেলার ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভেবে দেখব’।

 


আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের ব্যাপারে আইসিসি-র কাছে নালিশ করবে তারা। বিবৃতিতে লেখা হয়েছে, ‘খেলার পরিবর্তে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে।’

সম্প্রতি আফগানিস্তানের মেয়েদের পড়াশোনা এবং চাকরি করার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার প্রতিবাদেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ বাতিল করল অজিরা। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০২৩ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তালিবানরা মেয়েদের শিক্ষা এবং চাকরিতে আরও বেশি কড়াকড়ি আরোপ করার কারণেই তারা মার্চে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল করছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড আফগানিস্তান সহ সারা বিশ্বে নারী এবং পুরুষদের জন্য খেলার বিকাশে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মহিলাদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে সমর্থনের জন্য আমরা অস্ট্রেলীয় সরকারকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ