Elephants Attack: বাঁকুড়ায় দাঁতালের তাণ্ডবে মৃত্যু দু’‌জনের, বাড়ি থেকে বের করে পিষে মারায় আতঙ্ক

আবার গজরাজের তাণ্ডবে প্রাণ গেল দুই গ্রামবাসীর। হাতির হামলায় প্রাণ গেল বাঁকুড়ার দু’‌জনের। এই ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। যদিও সাহায্যের আশ্বাস দিয়েছে বন দফতর। বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে হাতির হানায় মৃত্যু হল দু’‌জনের। এই মৃতদের নাম তুলসী বটব্যাল (৬৫) এবং মঙ্গল বাউরি (৪৫)। বড়জোড়া ও বেলিয়াতোড় থেকে বুধবার ভোরে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, এখানে হাতির তাণ্ডবে দু’‌জনের মৃত্যু হয়েছে। একজন বাঁকুড়ার বড়জোড়ার সংগ্রামপুরের বাসিন্দা মঙ্গল বাউরি। আর দ্বিতীয় জন ঝরিয়া গ্রামের বাসিন্দা তুলসী বটব্যাল। মঙ্গলবার জঙ্গলের ভিতর থেকে হঠাৎ একদল হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসে। তখন লোকালয়ে হাতি দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে পালাতে গিয়েই সংগ্রামপুরের মঙ্গল বাউরি হাতির মুখে পড়েন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আর বড়জোড়ার ঝরিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা তুলসী বটব্যাল বাড়ির ভিতরে ঘুমোচ্ছিলেন। বুধবার ভোরে একটি হাতি ঝরিয়া গ্রামে হানা দেয়। এমনকী ঘর ভেঙে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে টেনে বের করে পিষে মারে।

তারপর ঠিক কী ঘটল?‌ এদিকে এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্বেচ্ছায় অনেকে বাড়িতে গৃহবন্দি হয়ে রয়েছেন। একইদিনে হাতির আক্রমণে জোড়া মৃত্যুর ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে। বড়জোড়া এবং বেলিয়াতোড় থানার পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করেছে। আর ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের অফিসাররা। অন্যদিকে একসপ্তাহ আগেই পশ্চিম মেদিনীপুরের দিক থেকে ৪২টি হাতির একটি দল ঢুকে পড়ে বাঁকুড়ায়। বেশ কিছু হাতি ফিরে গেলেও আবার গত শনিবার আর একটি হাতির দল ঢোকে ওই এলাকায়। যার জেরে এই মর্মান্তিক কাণ্ড ঘটেছে।

কী বলছে বন দফতর?‌ বাঁকুড়ার জঙ্গলে সারা বছর থাকা কিছু হাতি হানা দেয়। বিঘের পর বিঘে ফসলের ক্ষতি করে। ফসল নষ্টের পাশাপাশি ভাঙে ঘরবাড়িও। প্রাণহানিও ঘটে। তাই শীতের মরশুমে আতঙ্ক বাড়ে জঙ্গলমহলের জেলাগুলিতে। এদিনও হাতির হানায় জোড়া মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এই বিষয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগের বনকর্তা উমর ইমাম বলেন, ‘‌এমন খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup