বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করে দেবো: বুলু

বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, ‘আগেও বিদ্যুতের দাম বাড়িয়ে এই সরকার লুণ্ঠন করেছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। নইলে জনগণকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিদ্যুতের বিল দেওয়া বন্ধ করে দেবো।’

তিনি বলেন, ‘আজ রাষ্ট্রের কোনও কাঠামো নেই, বিচার ব্যবস্থা নেই, আইনের শাসন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙেচুরে একাকার হয়ে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে। তাই রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর সেই কারণেই তারেক রহমান ২৭ দফা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আজ দেশের যে অবস্থা, এর থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক সমমনা দলগুলো নিয়ে যে ঐক্য হয়েছে, সেই ঐক্যের ভিত্তিতে আগামী দিনে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘এ দেশে বিচার ব্যবস্থা, আইনের শাসন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করছেন একজন। একজনই যদি সব পরিচালনা করেন, তাহলে অন্য মন্ত্রী, সচিব, আইজি বা অন্য কোনও পুলিশ কর্মকর্তার প্রয়োজন নেই। আজ দেশে একদলীয় নিয়ন্ত্রণাধীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।’

তারেক রহমানের সম্পত্তি ক্রোক রাষ্ট্রের ফরমায়েশি আদেশ মন্তব্য করে বরকতউল্লাহ বুলু বলেন, ‘তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন। তাদের হাজার কোটি টাকার সম্পত্তি আছে ব্রিটিশ আমল থেকে। তাদের দুর্নীতি করার প্রয়োজন নেই। তারেক রহমান এ দেশে কোনও দুর্নীতি করেননি। একটি দুর্নীতির মামলা তার বিরুদ্ধে হয়েছিল। সেই মামলায় বিচারক তাকে বেকসুর খালাস দেওয়ার পর সেই বিচারককে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।’

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গণতন্ত্র ফোরামের সমন্বয়কারী ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।