মালদায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর তৃণমূলেরই, চলল গুলি

গোষ্ঠীদ্বন্দের জেরে মালদায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের সঙ্গে চলল গুলি। ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীপুরে তৃণমূল পার্টি অফিসের সঙ্গে বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লুঠ করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গোষ্ঠীদ্বন্দেই ভাঙচুর বলে স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

আক্রান্তরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় পার্টি অফিসে ছিলেন ১০ – ১২ জন। কয়েকজন ক্যারাম খেলছিলেন। তখন সেখানে হাজির হয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মইনুল শেখের অনুগামীরা। পার্টি অফিসে থাকা দলীয় কর্মীদের উদ্দেশে গালি গালাজ করতে শুরু করে তারা। এই নিয়ে বিবাদ শুরু হলে ইঁট লাঠি নিয়ে পার্টি অফিসের ভিতরে থাকা দলীয় কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। কয়েকজন পালিয়ে বাঁচেন। এর মধ্যে পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় সামনে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলগুলিতে। তার মধ্যে ১টি মোটর সাইকেল হামলাকারীরা নিয়ে গিয়েছে বলে অভিযোগ। পার্টি অফিসের ভিতরে থাকা ২০ হাজার থাকা ও একটি মোটর সাইকেল থেকে ১ লক্ষ টাকা লুঠ করে হামলাকারীরা। ভাঙচুর করে সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়িতে। এরই মধ্যে কেউ শূন্যে ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই নিয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন তারা তৃণমূল কর্মী। কারা এসব করে সমাজ ও দলের সর্বনাশ করার চেষ্টা করছে জানি না। পুলিশকে বলব তাদের খুঁজে বার করে কড়া সাজার ব্যবস্থা করতে।’