সরকারের নির্যাতনে বিএনপি নেতাকর্মীরা আর্থিকভাবে বিপন্ন: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিগত দেড় দশক ধরে বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন। এই অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কষ্ট করে হলেও এই কাজগুলো করে যাচ্ছি।

আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তারপরও যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ, বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। বিএনপির রাজনীতি অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়। জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই বিএনপির রাজনীতি।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারা দেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। এখন গতকাল (বৃহস্পতিবার) আবারও নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলো। এই দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। তাই এই শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে, জেলে যাচ্ছে, প্রতিদিন কোর্টে যাচ্ছে, এরমধ্যেও সাধারণ মানুষের কষ্ট লাগবে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, মহিলা দলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা মো. ইদ্রিস আলী প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) লালবাগ কেল্লার সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘এই শীতে কত মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু কেউ বলতে পারবেন না বিএনপি-জামায়াত কাউকে একটা শীতবস্ত্র বিতরণ করেছে। অথচ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা করোনা থেকে শুরু করে এই তীব্র শীতের সময়ও আপনাদের পাশে রয়েছে।’ এর একদিন পরই বিএনপির পক্ষ থেকে কম্বল বিরতণ করা হচ্ছে।