Hockey WC 2023: India Defeat Spain 2-0 On The Opening Match

রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়েই হকি বিশ্বকাপের (FIH Men’s Hokey World Cup 2023) অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Indian Hockey Team)। প্রথম ম্যাচেই শক্তিশালী স্প্যানিশ দলকে হারিয়ে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হরমনপ্রীতরা। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক প্রথম দুই কোয়ার্টারে দুইটি গোল করেন। এই দুই গোলের সুবাদেই জয় পেল ভারত। ম্যাচের শেষ কোয়ার্টারে অভিষেক ১০ মিনিটের জন্য হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বটে। তবে তা সত্ত্বেও স্পেন লাভের লাভ কিছুই করতে পারেনি। ভারতের জমাটি রক্ষণ ও গোলকিপার হিসাবে পাঠক বেশ নজর কেড়েছেন।

প্রথমার্ধেই জোড়া গোল

ভারত-স্পেনের শেষ পাঁচ ম্যাচের ফলাফলের নিরিখে এই ম্যাচের আগে কাউকেই এগিয়ে রাখা সম্ভব ছিল না। উভয় দলই পাঁচ ম্যাচের মধ্যে দুইটি জিতেছিল। গত নভেম্বরে দুই দলের শেষ ম্যাচ ২-২ হয়েছিল। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচের পূর্বাভাস ছিলই। শুরুটাও হয় তেমনভাবেই। ম্যাচের প্রথম মিনিটেই গোলের বড় সুযোগ পেয়ে গিয়েছিল স্পেন। তবে ভারতীয় গোলরক্ষক শ্রীজেশ ও অমিত রোহিদাস যৌথভাবে ভারতকে বাঁচান। প্রায় সঙ্গে সঙ্গেই ভারতীয় দল প্রতিপক্ষ বক্সে বল নিয়ে পৌঁছে গেলেও, তা থেকে লাভের লাভ কিছুই হয়নি। অবশ্য ম্যাচ যত এগোয়, ততই হার্দিকরা ম্যাচে নিজেদের দাপট দেখাতে শুরু করেন।

ভারত প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয় পেনাল্টি কর্নারেও অধিনায়ত হরমনপ্রীতের শট ব্লক হয়। তবে ফিরতি বল থেকে জোরাল শটে ভারতকে এগিয়ে দেন অমিত রোহিদাস (Amit Rohidas)। হকি বিশ্বকাপে এটি ভারতের ২০০তম গোল। ভারত প্রথম কোয়ার্টার এগিয়ে শেষ করে। প্রথম কোয়ার্টারের পরে শ্রীজেশকে তুলে নিয়ে ভারতীয় কোচ গ্রাহাম রিড পাঠককে ভারতীয় গোলে সুযোগে দেন। মাঠে নেমে পাঠক দারুণ প্রভাবিত করেন। দুরন্তভাবে স্পেনের পেনাল্টি রুখে দেন পাঠক। তার কয়েক সেকেন্ড পরেই স্পেন অর্ধের ডান দিক দিয়ে দুরন্ত দৌড় নেন হার্দিক। তিনি গোলের সামনে পৌঁছে ললিতকে বল বাড়াতে গেলে ললিতের কাছে বল পৌঁছনোর আগেই স্পেন ডিফেন্ডারের সুবাদে বল স্পেনের জালে জড়িয়ে যায়। ভারত ২-০ এগিয়ে যায়।

ম্যাচ সেরা অমিত

প্রথমার্ধে পাওয়া দুই গোলের লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। ভারতের জমাটি রক্ষণ ভাঙতেই পারেনি স্পেন। এমনকী শেষ কোয়ার্টারে অভিষেকের হলুদ কার্ডের জেরে একজন বেশি নিয়ে খেললেও লাভ হয়নি। ম্যাচে ভারতের হয়ে প্রথম গোলটি করার পাশাপাশি দুরন্ত রক্ষণের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয় ভারতের অমিত রোগিদাসকে। ঘরের ছেলে ম্যাচ সেরা হওয়ায় বীরসা মুন্ডা স্টেডিয়ামে উপস্থিত জনগণদের স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত দেখায়। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে ভারত দ্বিতীয় স্থানে রইল। গ্রুপে শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ জানুয়ারি, রবিবার ভারতীয় দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।  

আরও পড়ুন: হরমনপ্রীতের চাপ কমানোই লক্ষ্য, অমিতদের বাড়তি দায়িত্ব নিতে বললেন ভারতীয় কোচ