India’s Squad For First Two Tests Against Australia Announced, Ravindra Jadeja Makes Comeback

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাঁটুর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তারপর থেকে মাঠের বাইরে তিনি। হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হল রবীন্দ্র জাডেজাকে। তবে বোর্ড থেকে এও জানানো হল যে, জাডেজা ফিট হয়ে গেলে তবেই তিনি খেলবেন। যদিও প্রশ্ন উঠছে, ফিটনেস নিয়ে নিশ্চিত না হয়েও কেন জাডেজাকে দলে রাখা হল?

অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে নেই যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কেন এখনও ফিট হতে পারেননি বুমরা, তা নিয়েও উঠছে প্রশ্ন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে (ODI) ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর দুই সিরিজেই নেই কে এল রাহুল (KL Rahul) ও অক্ষর পটেল (Akshar Patel)! কিন্তু কেন?

ভারতের দল দেখে অনেকে প্রশ্ন করা শুরু করে দেন। বলাবলি শুরু হয়, তাহলে কি দুই ক্রিকেটারের কোনও চোট রয়েছে?

পরে কারণ ব্যাখ্যা করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডই। জানানো হয় যে, পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন রাহুল ও অক্ষর। সে জন্যই তাঁদের দলে রাখা হয়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা (Team India) করা হল। ওয়ান ডে দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আমেদ ও মহম্মদ শামি।                                            

রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পৃথ্বী শ। বাংলার পেসার মুকেশ কুমার দলে রয়েছেন। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে।

পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলও বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি টেস্টের দলে রয়েছেন। 

নিউজিল্যান্ডের বিরদ্ধে ওয়ান ডে সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এস ভরত (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরন মালিক।

নিউজিল্যান্ডের বিরদ্ধে টি-২০ সিরিজের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।

অস্ট্রেলিয়ার বিরদ্ধে টেস্ট সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: ABP Exclusive: দ্রাবিড়-রহস্য! শেষ ম্যাচে রোহিতদের ড্রেসিংরুমে দেখা যাবে হেডস্যারকে?