Kalyani University: হস্টেলে ছাত্রীদের অন্তর্বাস চুরি হয়ে যাচ্ছে!‌ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাতের অন্ধকারে ছাত্রীদের হস্টেলে দুষ্কৃতী ঢুকে পড়ছে বলে অভিযোগ। আর তারপর জানালা, বাথরুমে উঁকি মেরে গোপন দৃশ্য দেখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আর তার জেরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তুমুল বিক্ষোভ শুরু করল পড়ুয়ারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই ঘটনার তদন্তে কমিটি গঠন করতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

ঠিক কী ঘটেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে?‌ স্থানীয় সূত্রে খবর, লেডিজ হস্টেলের মধ্যেই বহিরাগত অপরিচিত লোকজনের আনাগোনা শুরু করেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লেডিজ হস্টেলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আনাগোনা করছে। বড় কোনও ঘটনা ঘটতে পারে। তাই নিরাপত্তার দাবিতে সকাল থেকে হস্টেলের বাইরে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ছাত্রীরা। রাতে কল্যাণী বিশ্ববিদ্যালয় এল এইচ–১ ছাত্রীদের মাতঙ্গিনী হস্টেলে এক দুষ্কৃতী ঢুকে বাথরুমে উঁকি দিচ্ছিল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বসানো হবে সিসি ক্যামেরাও।

ছাত্রীদের ঠিক কী অভিযোগ?‌ বহিরাগত লোকজন ছাত্রীদের হস্টেলে ঢুকে উঁকি মারার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। ছাত্রীদের অভিযোগ, এই বিষয়টা আগে রেজিস্ট্রারকে বলা হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। সেটার প্রমাণ আবার মিলল। আগে থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এপ্রিল মাস থেকেই এই ঘটনা ঘটছে। প্রথমে হস্টেলের ঘর থেকে মেয়েদের অন্তর্বাস চুরি হতো। তারপর টাকা পয়সা। সব শেষে মোবাইলও চুরি হতে থাকে। এমনকী হস্টেলের ঘরে যখন হালকা পোশাক পরে থাকে ছাত্রীরা তখন মোবাইলে ছবি তুলে নেওয়া হচ্ছে। গ্যাস সিলিন্ডারও চুরি হয়েছে।

ঠিক কী বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?‌ এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়তেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল বলেন, ‘‌আমি সবটা শুনে নিজেই দেখতে গিয়েছিলাম। দেখলাম বাথরুমের কাচ ভাঙা। আলো জ্বলছে না। সবই ঠিক করে দেওয়া হবে। সিসিটিভি লাগানোর ব্যবস্থা চলছে। একটা তদন্ত কমিটি তৈরি করেছি। ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে। কল্যাণী থানার পুলিশকেও পেট্রোলিং বাড়ানোর ব্যবস্থা করতে বলেছি। মেয়েদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup