Suicide: প্রাক্তন মন্ত্রীর ছেলের আত্মহত্যা, কারা চাপ দিত তাঁকে? পরতে পরতে রহস্য

হরিয়ানার প্রাক্তন মন্ত্রী মঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠির অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আইএনএলডির প্রধান নাফে সিং রাঠি সহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ৫৫ বছর বয়সী জগদীশ বুধবার সন্ধ্যায় বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

ঝাজ্জরের পুলিশ সুপার ওয়াসিম আক্রম জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী মাঙ্গে রাম রাঠির ছেলে জগদীশ রাঠি বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন। এরপর ৬জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশানাল লোকদলের রাজ্য সভাপতি নাফে সিং রাঠির বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জগদীশ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ কর্তারা জানিয়েছেন, সমস্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আপাতভাবে মনে হচ্ছে বিষ খেয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যুর পেছনে কারণটা কী হতে পারে?

পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের তরফে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তারা নানাভাবে জগদীশকে হেনস্থা করতেন বলে অভিযোগ। মূলত সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে তাঁদের মধ্যে বিবাদ মাথাচাড়়া দিয়েছিল। কার্যত তারই পরিণতিতে এই ভয়াবহ ঘটনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এনিয়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন। মানসিক অবসাদের মধ্যে ডুবে যাচ্ছিলেন। তার জেরে তিনি চরম পথ বেছে নিয়েছিলেন। এমনটাই মনে করা হচ্ছে। এদিকে সম্প্রতি এই মানসিক চাপ দেওয়া সংক্রান্ত একটি অডিয়ো ক্লিপ সামনে আসে।

পুলিশ সূত্রে খবর, ২৬ ডিসেম্বর জগদীশ একটি অডিয়ো ক্লিপ ছড়িয়ে দিয়েছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল ওই লোকগুলো তাঁকে নানাভাবে চাপে রাখছে। এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন, যদি কোনও বিপদ হয়ে যায় তবে তার জন্য ওরাই দায়ী থাকবেন। আর যে আশঙ্কাটা তিনি করেছিলেন সেটাই যেন সত্য়ি হল।

এদিকে এর আগে পুলিশ ওই ব্যক্তি অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেছিল। কিন্তু তিনি কোনও অভিযোগ জানাতে চাননি। এরপরই এই মর্মান্তিক পরিণতি। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে প্রাক্তন মন্ত্রী পুত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারা তাকে চাপ দিতেন তা নিয়েও চর্চা চলছে এলাকায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup