David Warner Provides Definite Updates About His Retirement

মেলবোর্ন: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। বিরাট কোহলির পর এখনও খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরান করেছেন ওয়ার্নার। তবে সাম্প্রতিক সময়ে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত নিয়ে কম জল্পনা-কল্পনা হয়নি। এবার নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান (Autralian Cricket Team) তারকা ওয়ার্নার নিজেই।

অবসরের ইঙ্গিত

অজি তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ বছর। আমার লক্ষ্য ২০২৪ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ খেলা। আমেরিকায় নিজের কেরিয়ার শেষ করা এবং সেখানে বিশ্বকাপ জেতাটা বেশ দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে। অবশ্য তার আগে দলে সুযোগ পাওয়াটাও দরকার।’ নিজের কেরিয়ারে ইতিমধ্যেই ওয়ার্নার ১০১টি টেস্ট, ১৪১টি ওয়ান ডে ও ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অজিদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের অধিক রানও করে ফেলেছেন তারকা ওপেনার, রয়েছে ৪৫টি শতরান করার কৃতিত্ব।

অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার। প্রসঙ্গত, ৯ ফ্রেবুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সেই সিরিজে ১৮ সদস্যের অজি দলে ওয়ার্নার রয়েছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করা হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলও বেছে নিয়েছেন নির্বাচকেরা। অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি টেস্টের দলে রয়েছেন। 

অস্ট্রেলিয়ার বিরদ্ধে টেস্ট সিরিজের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), আর অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট ও সূর্যকুমার যাদব।

রঞ্জি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণ 

আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না। 

বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ। 

আরও পড়ুন: রঞ্জিতে ইডেনে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের সিদ্ধার্থ শর্মার