Firhad Hakim: ‘‌চড় মেরে ভুল করেছে’‌, দত্তপুকুরের ঘটনা সমর্থন করলেন না কলকাতার মেয়র

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে আসা দূতকে অভিযোগ জানাতে এসে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর কাছে সপাটে চড় খেতে হল স্থানীয় এক বাসিন্দাকে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকা এই ঘটনা ঘটেছে। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। কারণ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তখন কাছাকাছিই ছিলেন। তখনই এমন ঘটনা ঘটে। আক্রান্ত ওই যুবকের নাম সাগর বিশ্বাস। তবে এই ঘটনাকে সমর্থন করেননি কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

ঠিক কী বলেছেন মেয়র?‌ আজ, শনিবার দত্তপুকুরে দিদির দূত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের এক কর্মী উত্তেজিত হয়ে একজন স্থানীয় বাসিন্দাকে সপাটে চড় মারে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘‌এটা ভুল করেছে। যে করেছে ভুল করেছে। এখন দিদির দূতরা কোথাও গেলে যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটা যেন খেলা হয়ে গিয়েছে। এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হচ্ছে। দিদির দূত যাচ্ছে সর্বত্র। যাঁর কথা বলার দরকার তিনি বলবেন। যাঁর দরকার নেই তিনি বলবেন না। একটা মজার পাওয়ার জন্য এই বিক্ষোভ একটা খেলা হয়ে গিয়েছে। পাল্টা তারা কর্মসূচি নিলে আমরা বাধা দিলে সেটা ভাল হবে। এটা গণতন্ত্রের জন্য সুস্থ নয়।’‌

এদিকে আবাস যোজনা এবং মিড–ডে মিল নিয়ে পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল বাংলায় এসেছে। এটাকে কেমনভাবে দেখছেন?‌ জবাবে মেয়র বলেন, ‘‌পাঁচটা দল এসেছে। তাতে কোন অসুবিধা নেই। যাঁরা এসেছেন দেখবেন কোন সমস্যা নেই। স্বেচ্ছাসেবি সংগঠন থেকে এসেছেন। আমাদের এখানে কোথাও দুর্নীতি নেই। সবই ট্রান্সপারের্ট। ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখানেও দেখতে পারেন।’‌

অন্যদিকে এই কেন্দ্রীয় দলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি স্বাগত জানিয়ে টুইট করেছেন। সেটাকে কী বলবেন?‌ উত্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌এগুলিতে কোন কিছু যায় আসে না। নতুন পার্টিতে নিজের দাম বাড়াতে এসব করে। যে কেউ আসতে পারে। যে কেউ এসে দেখতে পারে। স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু করা রয়েছে। কোন অসুবিধা নেই এখানে কোথাও দুর্নীতি কিছু হয়নি। টাকা দেবার মুরোদ নেই বলে এসব বাহানা করছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup