Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights 14th January 2023

কলকাতা: আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ভারতীয় মহিলা দল। ইডেনে পাঁচ উইকেট নেওয়া রঞ্জি ক্রিকেটারের আকস্মিক প্রয়াণ। এক নজরে খেলার সব খবর।

ভারতের দাপুটে জয়

আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দাপুটে মেজাজে অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (U19 T20 WC) অভিযান শুরু করল ভারত। ব্যাট হাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নজর কাড়লেন অধিনায়ক শেফালি ভার্মা (Shafali Verma)। এক ওভারে প্রোটিয়া মিডিয়াম পেসার নিনির ছয়টি বলে ছয়টি বাউন্ডারি হাঁকালেন শেফালি। তাঁর সঙ্গে ওপেন করা শ্বেতা শেরায়ত (Shweta Sehrawat) খেললেন ৯২ রানের চোখধাঁধানো ইনিংস। এই দুই তারকার দাপটেই আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ২১ বল বাকি থাকতেই সাত উইকেটে হারাল ভারত।

কবে ফিরবেন পন্থ?

ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। পন্থ বর্তমানে আশঙ্কার বাইরে। ইতিমধ্যেই মুম্বইয়ের হাসপাতালে পন্থের একদফায় সার্জারিও হয়েছে। এবার ক্রিকেটপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে আবার মাঠে বোলারদের বিরুদ্ধে দাপুটে মেজাজে পন্থকে চার, ছয় হাঁকাতে দেখা যাবে। পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য খবর একটা সুখকর নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী সম্ভবত ২০২৩ সালের সিংহভাগ সময় পন্থকে মাঠের বাইরেই কাটাতে হবে।

ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। পন্থ বর্তমানে আশঙ্কার বাইরে। ইতিমধ্যেই মুম্বইয়ের হাসপাতালে পন্থের একদফায় সার্জারিও হয়েছে। এবার ক্রিকেটপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে আবার মাঠে বোলারদের বিরুদ্ধে দাপুটে মেজাজে পন্থকে চার, ছয় হাঁকাতে দেখা যাবে। পন্থের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য খবর একটা সুখকর নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী সম্ভবত ২০২৩ সালের সিংহভাগ সময় পন্থকে মাঠের বাইরেই কাটাতে হবে।

রঞ্জি তারকার অকালপ্রয়াণ

আকস্মিক প্রয়াণ হিমাচলপ্রদেশের তরুণ ফাস্ট বোলার সিদ্ধার্থ শর্মার। চলতি রঞ্জি ট্রফিতে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিছুদিন আগে বাংলার বিরুদ্ধে খেলতে নেমে ইডেনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। হিমাচলপ্রদেশ দলের সঙ্গে গুজরাতের বিরুদ্ধে খেলতে সফর করছিলেন। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত গুজরাতে হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্ধার্থকে। তবে ঠিক কি হয়েছিল, তা কেউ জানে না। 

বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। বঢোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছে ভেন্টিলেশনে ছিলেন সিদ্ধার্থ। চলতি রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১-২২ মরসুম বিজয় হাজারে ট্রফি জয়ী হিমাচলপ্রদেশ দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিদ্ধার্থ। 

সানিয়ার অবসর

টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী। সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন যে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন ও দুবাই ওপেনের পরই টেনিসকে বিদায় জানাবেন সানিয়া। অস্ট্রেলিয়ান ওপেনের পর দুবাই ওপেনেও খেলবেন সানিয়া। নিজের সোশ্যাল মিডিয়ায় তিন পাতার নোট লিখেছেন সানিয়া। সেখানে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি পোস্ট করেছেন সানিয়া। 

আর্জেন্তাইন সংস্থার বিরুদ্ধে তদন্ত

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। তবে বিশ্বজয়ের পর আর্জেন্তিনার জয় উদযাপন ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়। এবার এই বিতর্কিত সেলিব্রেশনের ফলেই ফিফার (FIFA) শাস্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্তিনা ফুটবল সংস্থা (Argentina Football Association)। এই ঘটনায় আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচক নিয়ামক সংস্থা ফিফা।

আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ফিটনেস টেস্ট? কী বলছেন ভারতীয় ব্যাটিং কোচ রৌঠৌর