Udayan Guha: ‘‌খেলতে নামার আগে নি–ক্যাপটা লাগিয়ে আসবেন’‌, সুকান্তকে পাল্টা চ্যালেঞ্জ উদয়নের

মকর সংক্রান্তির আগে পারদ পতন হয়েছে রাজ্যে। ফলে এখন শীত অনেকটা উধাও। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চড়ছে রাজনীতির পারদ। কারণ তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ স্লোগান এখন শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। তৃণমূল কংগ্রেসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যার পাল্টা জবাব দিয়েছেন উদয়ন গুহ। ফলে সাংসদ বনাম রাজ্যের মন্ত্রীর এই বিতণ্ডা রাজ্য– রাজনীতির পারদ বৃদ্ধি করেছে।

ঠিক কী বলেছেন সুকান্ত মজুমদার?‌ তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘পঞ্চায়েতে খেলা হবে। বিজেপি খেলবে। কীভাবে খেলতে হয়, সেটা বিজেপি জানে। তবে পুলিশ খেলার মধ্যে চলে এলে পদপিষ্ট হয়ে যেতে পারেন। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের মাঠের বাইরে থেকে রেফারির কাজ করতে বলা হয়েছে।’ শুক্রবার কোচবিহারের এক সভা থেকে সুকান্ত মজুমদার এমন সব কথাই বলেছিলেন। তাতে রাজনৈতিক পারদ চড়েছিল।

ঠিক কী বলেছেন উদয়ন গুহ?‌ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এক সভা থেকে সুকান্ত মজুমদারকে হাঁটুতে নিকাপ পরে খেলতে আসার পরামর্শ দিয়েছে উদয়ন গুহ। তিনি বলেন, ‘‌ও চ্যালেঞ্জ করেছে যে পুলিশকে রেফারি রাখবেন, আর নির্বাচনের সময় খেলা হবে। আমি উত্তরে বলেছি, পুলিশ রেফারি হোক আপত্তি নেই। কিন্তু সেন্ট্রাল ফোর্সকেও মাঠের বাইরে থাকতে হবে। লাইন্সম্যানের ভূমিকা পালন করতে হবে। তারপর দম থাকলে খেলতে আসবেন। আর খেলতে নামার আগে নি–ক্যাপটা লাগিয়ে আসবেন। না হলে কিন্তু অসুবিধা হবে।’

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে থেকে খেলা হবে স্লোগান শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে। তারপর একের পর এক নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে স্লোগান দিতেন বন্ধু খেলা হবে। এখন রাজ্যে খেলা হবে দিবস পালন করা হয়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাতে শাসক–বিরোধী সবপক্ষই নেমে পড়েছে নিজের মতো করে প্রচারে। সেখানে সুকান্ত মজুমদার সরাসরি খেলা হবে স্লোগানের নেপথ্যে হুমকি দেওয়া বেশ চর্চার বিষয় হযে উঠেছে। পাল্টা রাজ্যের মন্ত্রী জবাব দেওয়ায় পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup